#নাইজেরিয়া: এবার নাইজেরিয়ায় দেখা দিল করোনাভাইরাসের আরেকটি নতুন প্রকারভেদের৷ বৃহস্পতিবার একথা জানালেন আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য আধিকারিক। তবে তিনি বলেন সত্যতা প্রমাণের জন্য প্রয়োজন আরও তদন্তের।
জানা গিয়েছে, এটি ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকাতে করোনাভাইরাসের যে স্ট্রেন দেখা গিয়েছে তার থেকে আলাদা। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কনট্রোল ও প্রিভেনশানের প্রধান জন এনকেংগাসং বলেন, নাইজেরিয়ার সিডিসি ও আফ্রিকান সেন্টার অফ এক্সেলেন্স ফর জিনোমিক্স অফ ইনফএকশাস ডিজিজ আরও একবার এর নমুনা বিশ্লেষণ করে দেখবে।
আফ্রিকা মহাদেশের বেশ কিছু অংশেই সংক্রমণের হার উর্ধমুখী।এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার এই স্ট্রেনটির প্রাধান্য বিস্তার বেড়ে চলেছে। দেশের সংক্রমণের সংখ্যা ১ মিলি্য়নের কাছাকাছি পৌঁছেছে। তবে এটি আরও বিপজ্জনক কিনা সে বিষয়ে এখনও সঠিক তথ্য মেলেনি৷
প্রসঙ্গত, সারা বিশ্বের চিন্তা বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। ইতিমধ্যেই এই করোনা জিনের আঁতুড় ব্রিটেনের সঙ্গে উড়ান যোগাযোগ বন্ধ করেছে সমস্ত দেশ।