• Home
  • »
  • News
  • »
  • coronavirus-latest-news
  • »
  • মর্মান্তিক! বাড়ি ফেরার বাসেই মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, করোনার ভয় বাকিদের

মর্মান্তিক! বাড়ি ফেরার বাসেই মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, করোনার ভয় বাকিদের

বাড়ি ফেরা হল না বাংলার পরিযায়ী শ্রমিকের।

বাড়ি ফেরা হল না বাংলার পরিযায়ী শ্রমিকের।

দাসপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘাটালে মৃত শ্রমিকের সোয়াব টেস্ট করা হচ্ছে।

  • Share this:

#পশ্চিম মেদিনীপুর: মহারাষ্ট্র থেকে বাসে চেপেই বাড়ি ফিরছিলেন। কিন্তু ভিটেয় পা রাখা হল না পশ্চিম মেদিনীপুরের কমল সেনাপতির। মহারাষ্ট্র থেকে ফেরার পথে ওড়িশাতেই বাসের মধ্যে মৃত্যু হল স্বর্ণশিল্পী কমল সেনাপতির(৪৩)।

এই স্বর্ণ শিল্পীর বাড়ি ঘাটালের দাসপুর থানার রাজনগরে। লকডাউনে আটকে পড়ে অন্য অনেকের মত কোনও ভাবেই বাড়ি ফিরতে পারছিলেন না কমল। অনেক চেষ্টার পরে আসার ব্যবস্থা হয়। বাসে চেপে ফিরছিলেনও নিজের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর আর বাড়ি ফেরা হলো না। আজ সকালে তাঁর মৃতদেহ দাসপুরে এসে পৌঁছেছে। দাসপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘাটালে মৃত শ্রমিকের সোয়াব টেস্ট করা হচ্ছে। ওই বাসটিতে ফেরা অন্যদেরওঊ টেস্ট করা হচ্ছে। তাঁরা সকলেই ঘাটাল মহকুমারই বাসিন্দা এবং পরিযায়ী শ্রমিক।

Published by:Arka Deb
First published: