#কলকাতা: করোনায় আক্রান্ত হওয়ার ৩৯ দিন কাজে ফিরলেন এক নার্স।দমদম নাগের বাজারের বেসরকারি হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট তিনি। আরও কিছুদিন বিশ্রাম নিতে পারতেন তো? প্রশ্নের উত্তরে বলছেন, প্রতিষ্ঠানে দায়িত্ব অনেক। ৫৩ বছর বয়সি এই নার্স রাইনি জর্জ থাকেন মধ্যমগ্রামের মাইকেল নগরে। গত ১১ই এপ্রিল আবার তিনি অফিস গেলেন আজ।
তাঁর করোনা পজিটিভ ধরা পড়ার পর তাঁর পরিবারকে রাজারহাট কোয়ারান্টাইন সেন্টারে পাঠায় প্রশাসন। রাইনি জর্জ বলছিলেন, তাঁর ফুসফুসে ইনফেকশন রয়েছে করোনা সংক্রমণ ধরা পড়ার আগে থেকে। তার উপর বয়সও হয়েছে। তাই প্রথম দিক ভয়ে ভয়ে ছিলেন আইসোলেশন ওয়ার্ডে।কিন্তু পর পর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় বোঝেন এই লড়াইয়ে জয় হতে চলেছে তাঁর।
সহকর্মী ও সাধারণদের তাঁর একটাই পরামর্শ, "করোনা প্রোটকল মানুন।মনে জোর রাখুন। তাহলে সহজেই হার মানবে করোনা।" নিজে করোনায় আক্রান্ত হয়েও আর্তের সেবা কখন পিছিয়ে পড়তে রাজি নন তিনি।তাঁর কথা, মানব সেবার মন্ত্রে তারা দীক্ষিত। তাই পেশাগত ঝুঁকিকে সঙ্গে নিয়েই লড়াই চালাতে হবে।আদতে তারাই তো এখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টলাইনার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19