#কলকাতা: করোনা পরিস্থিতিতে অনেকেই গৃহচিকিৎসকের অভাবে বিপদে পড়েছিলেন। লকডাউনের পরের দিকে সময়ে সঙ্গে তাল মিলিয়ে চেম্বার খোলা দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে একযোগে বহু ডাক্তার রোগীর সমস্যার সমাধান থাকছেন, হালে এই ছবিটা খুব বেশি দেখা যায়নি। রবিবার কলকাতা শহরের কৈখালি অঞ্চলে সেই ছবিটাই দেখা গেল।
আর্থারাইটিস ও ডাইবেটিস রোগীদেক করোনা হলে ঝুঁকি রয়েছে। এই সময়ে হাজারো বিধিনিষেধও মানতে হবে। এই নিয়েই এক সঙ্গে বহু মানুষকে সচেতন করলেন বেশ কয়েক জন ডাক্তার কৈখালির একটি স্বাস্থ্য শিবির থেকে। সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন প্রায় ১০০ রোগী।
করোনা আবহে আর্থারাইটিসের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে সেগুলো দেখানো শুধু নয়, তার জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যাবস্থা করা হয় তা রোগীকে বুঝিয়ে বলার জন্য প্রটেক্ট দ্যা ওয়ারিয়র্সের তরফে এদিন এই ক্যাম্প আয়োজিত হয়। একই ভাবে ডায়াবিটিসের রোগীদের হাজারো সমস্যার কথাও উঠে আসে এই ক্যাম্পে। করোনার সময় কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা বারবার বোঝানো হয়।
প্রত্যেক রোগীর সমস্যার কথা আলাদা আলাদা করে শোনেন সাত জনের চিকিৎসকদের টিম। চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বলছিলেন, আর্থারাইটিস ও ডায়াবিটিসের রোগীদের সমস্যা অনেক রকম। করোনা পরিস্থিতিতে তারা অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। এই ক্যাম্পগুলো থেকে শুধুই সচেতন বার্তা নয়, চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
করোনার আবহে অনেক সমস্যা থাকলেও চেম্বারের অভাবে সুরাহা পাচ্ছিলেন না রোগীরা। প্রটেক্ট দ্যা ওয়ারিয়র্সের উদ্যোগে অনেকের সমস্যার সমাধান হল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19