Home /News /coronavirus-latest-news /
এবার জন্মদিনে উৎসব নয়, রাস্তায় দাঁড়িয়ে লোককে খাবার দিল একরত্তি মেয়ে

এবার জন্মদিনে উৎসব নয়, রাস্তায় দাঁড়িয়ে লোককে খাবার দিল একরত্তি মেয়ে

খাদ্যসামগ্রী বিলি করছে জুন দত্ত।

খাদ্যসামগ্রী বিলি করছে জুন দত্ত।

জুনের দাবি ছিল, দু'শো মানুষের হাতে তুলে দিতে হবে সামগ্রী |মেয়ের কথা ফেলেনি বাবা-মা।

  • Share this:

#হাওড়া: প্রতিবছর জন্মদিনটা  বেশ ভালো কাটে। সকালে মায়ের হাতে রান্না করা সুস্বাদু খাওয়ার, বিকেলে স্কুল ও পাড়ার বন্ধুদের নিয়ে হৈচৈ করে কেক কাটা, তারপর চাইনিস মুঘল ডিশ তো থাকতই। তবে এবার একটু অন্যভাবেই নিজের জন্মদিন কাটালো হাওড়ার সাঁত্রাগাছির ব্যাঙ্ককর্মীর মেয়ে জুন দত্ত | কী চাই জিজ্ঞেস করায় বাবা -মাকে সে জানিয়েছিল, করোনা আর আমফন এই দুইয়ের জেরে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পশে দাঁড়াতে চাই সে | জন্মদিনের অনুষ্ঠানের খরচের টাকায় সে খাদ্যসামগ্রী কিনে দিতে চাই অসহায় মানুষজনকে |অগত্যা মেয়ের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েই শুরু হলো তোড়জোড় |

বাবার  সঙ্গে নিজেই বাজারে গিয়ে খাদ্য সামগ্রী কেনাকাটা করে জুন। সঙ্গে প্রত্যেকের জন্য অতি প্রয়জনীয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কিনে পসরা সাজিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে জুন|

জুনের দাবি ছিল, দু'শো মানুষের হাতে তুলে দিতে হবে সামগ্রী |মেয়ের কথা ফেলেনি বাবা-মা। বাবা মা-কে পাশে নিইয়ে সকাল থেকে সে বিলি করতে থাকে খাদ্যসামগ্রী | চাল ডাল আলু তেল তো রয়েছেই, ছিল অন্য জরুরি সামগ্রীও। দু'মুঠো পেট ভরানোর খাবার পেয়ে ক্ষুধার্ত মানুষগুলোর চোখের কোণে জল এল। সবাই আশির্বাদ করলেন দু'হাত ভরে।

জুন দত্তর কথায়, "জীবনে অনেক বছর নিজের জন্মদিনে আনন্দ করেছি , এমনকি সামনে জীবনে অনেক বছর পাবো আনন্দ করার সুযোগ | তবে জন্মদিনে এই ভাবে মানুষের কাজে আসতে পারবো তা কোনও দিন ভাবতেও পারিনি | নিজের ইচ্ছাকে বাবা মায়ের সামনে তুলে ধরেছিলাম বুঝতে পারিনি এই ভাবে তাঁদের সাহায্য পাব।"

Published by:Arka Deb
First published:

পরবর্তী খবর