হোম /খবর /দেশ /
মাস্ক না পরলেই জরিমানা! আহমেদাবাদে ফাইন সংগ্রহের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

মাস্ক না পরলেই জরিমানা! আহমেদাবাদে ফাইন সংগ্রহের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

যে সমস্ত মানুষরা করোনা গাইডলাইন্স মানছেন না বা নিয়ম লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ ৷

  • Last Updated :
  • Share this:

#আহমেদাবাদ: যেমন আশঙ্কা ছিল ঠিক তেমনই ঘটছে ৷ শীত পড়তেই দেশের অনেক প্রান্তেই করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ গুজরাতের আহমেদাবাদের ছবিটাও এখন একই ৷ শহরে চালু হয়েছে নাইট কার্ফু ৷ পাশাপাশি যে সমস্ত মানুষরা করোনা গাইডলাইন্স মানছেন না বা নিয়ম লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ ৷

আহমেদাবাদে গত ২৪ মার্চ থেকে শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত কোভিড নিয়ম ভাঙার জন্য ৩২,২৮৪টি মামলা দায়ের হয়েছে ৷ পাশাপাশি গ্রেফতার হয়েছেন ৪১,০৫৪ জনের বেশি মানুষ ৷ তবে মজার বিষয় হল এই গত আট মাসে যারা কোভিড নিয়ম লঙ্ঘন করেছেন তাদের থেকে জরিমানা বাবদ বিপুল অঙ্কের টাকা পেরেছে পুলিশ ৷ এখনও পর্যন্ত পুলিশের সংগ্রহে জরিমানা বাবদ ১৪.৮৯ কোটি টাকা ! যা নিঃসন্দেহে বিশাল রেকর্ড ৷ শুধুমাত্র মাস্ক না পরার জন্য ২ লক্ষ ৭৮ হাজার ৭৪৬টি মামলা দায়ের হয়েছে ৷ যার থেকে জরিমানা বাবদ এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ যদিও এত কিছুর পরেও করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশকর্মী ৷ এখনও পর্যন্ত শহরের মোট ৯৭৬ জন পুলিশকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ যাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Ahmedabad, Coronavirus