#আহমেদাবাদ: যেমন আশঙ্কা ছিল ঠিক তেমনই ঘটছে ৷ শীত পড়তেই দেশের অনেক প্রান্তেই করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ গুজরাতের আহমেদাবাদের ছবিটাও এখন একই ৷ শহরে চালু হয়েছে নাইট কার্ফু ৷ পাশাপাশি যে সমস্ত মানুষরা করোনা গাইডলাইন্স মানছেন না বা নিয়ম লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ ৷
আহমেদাবাদে গত ২৪ মার্চ থেকে শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত কোভিড নিয়ম ভাঙার জন্য ৩২,২৮৪টি মামলা দায়ের হয়েছে ৷ পাশাপাশি গ্রেফতার হয়েছেন ৪১,০৫৪ জনের বেশি মানুষ ৷ তবে মজার বিষয় হল এই গত আট মাসে যারা কোভিড নিয়ম লঙ্ঘন করেছেন তাদের থেকে জরিমানা বাবদ বিপুল অঙ্কের টাকা পেরেছে পুলিশ ৷ এখনও পর্যন্ত পুলিশের সংগ্রহে জরিমানা বাবদ ১৪.৮৯ কোটি টাকা ! যা নিঃসন্দেহে বিশাল রেকর্ড ৷ শুধুমাত্র মাস্ক না পরার জন্য ২ লক্ষ ৭৮ হাজার ৭৪৬টি মামলা দায়ের হয়েছে ৷ যার থেকে জরিমানা বাবদ এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ যদিও এত কিছুর পরেও করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশকর্মী ৷ এখনও পর্যন্ত শহরের মোট ৯৭৬ জন পুলিশকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ যাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ahmedabad, Coronavirus