#মুম্বই: মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মৃত হয়েছেন হাসপাতালেই ৷ সারা পৃথিবী জুড়েই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ ৷ একই দিনে রাজ্যে প্রথম একসঙ্গে একই পরিবারের ৫ জন আক্রান্ত ৷ উল্লেখযোগ্য বিষয় হল যে আক্রান্তের নিরিখে স্পেন, ইতালি, ফ্রান্সকে ছাপিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ সেক্ষেত্রে আমেরিকার মৃতের সংখ্যা ইতালি বা ফ্রান্সের থেকে বেশ কিছুটা কম ৷ সারা পৃথিবীর একটি বড় অংশে এই মুহূর্তে লকডাউন ৷
জীবনের প্রতিটি ক্ষেত্রেই বড়সড় উৎকণ্ঠা নিয়েই প্রতিটি মুহূর্তেই মানুষকে বাঁচতে হয় ৷ কোরনার থাবায় সারা পৃথিবী বিদ্ধ হয়েই চলেছে ৷ সাধারণ মানুষের সচেতনতাই একমাত্র কমাতে পারে এই রোগের প্রকোপ ৷ কেননা এখনও পর্যন্ত করোনার কোনও ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি ৷
সরকারি নির্দেশিকা মানতে হবে তবেই করোনা যুদ্ধ জয় করা সম্ভব হবে ৷ দয়া করে কেউ বাড়ি থেকে বেরবেন না ৷ নিজে সুস্থ থাকুন, বাড়ির সবাইকে সুস্থ রাখুন ৷ তবেই দেশ থাকবে সুস্থ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19