#পুরুলিয়া: নিশ্চিন্তে ছিলেন তাঁরা। করোনা আশেপাশের অঞ্চলে হানা দিলেও সবচেয়ে নিরাপদ ছিল পুরুলিয়া মূল শহর। কিন্তু সেই স্বস্তি এবার উবে গেল। খাস পুরুলিয়া শহরেই করোনা আক্রান্তের খোঁজ মিলল।
কয়েক দিন আগে কলকাতা চিকিৎসা করাতে যান পুরুলিয়া শহরের দুলমী এলাকার ভুঁইয়াপাড়ার এক বাসিন্দা। ফিরেও আসেন দিন তিন চারেক পরেই। আজ কলকাতা থেকে খবর আসে তিনি করোনা আক্রান্ত।
এরপরই এলাকাটি কন্টেইনমেন্ট জোন করে বাঁশের বেড়া দেওয়া হয়। জানা গিয়েছে ওই করোনা আক্রান্তকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতেই পুরুলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল। বাঘমুন্ডি, জয়পুর অঞ্চলগুলিতে বেশ কিছু করোনা রোগীর সন্ধান মেলে। কিন্তু মূল শহরে দাঁত বসাতে পারেনি কোভিড-১৯। এদিন সেই ঘটনাই ঘটল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19