#লন্ডন: করোনা ভাইরাসের দাপটে সারা বিশ্ব যেখানে জড়সড় সেখানে, ঠিক সেখানেই এক অন্য ধরনের গল্প যেন মনপ্রাণকে ছুঁয়ে যায় ৷ হৃদয়স্পর্শী এক কাহিনি প্রকাশ্যে এসেছে ৷ জানতে পারা গিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী ভেন্টিলেটর থেকে মুক্তি পেয়ে বান্ধবীকে ভিডিও কল করে প্রেমের প্রস্তাব দিয়েছেন ৷
হাসপাতালের সবাই চমকে গিয়েছিলেন ঠিক সেই সময়ে যখন উত্তরে হ্যাঁ বলেছেন প্রেমিকা, অর্থাৎ মনের মানুষের প্রেমের আবেদনে সাড়া দিয়েছিলেন তিনি ৷ ডেইলি স্টারের এক প্রতিবেদনে জানতে পারা গিয়েছে করোনা আক্রান্তের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল, রোগীর শারীরিক অবস্থার উন্নতি হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন যা সত্যি সত্যি সবাইকে অবাক করেছে ৷
লন্ডনের লাইফ লাইন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের ভিডিও কলের ব্যবস্থা আছে যেখানে রোগীরা তাঁদের শেষ সময়ে প্রিয়জনদের দেখতে পান, কথা বলতে পারেন যাতে ৷ করোনা ভাইরাসের সংক্রমণের ফলে রোগীদেরকে কাছে থেকে দেখার অনুমতি নেই বাড়ির লোকেদের ৷ এই সময়েই ভিডিও কলের ব্যবস্থাটি বিশেষ সাহায্য করবে সাধারণ মানুষকে মনে করা হয়েছিল আগেই ৷ লাইফ লাইন্স হাসপাতালে ১৫৯ আইসিইউর মধ্যে ১,০৪৬ ট্যাবলেটস রয়েছে, যার মাধ্যমে রোগীরা প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারেন ৷
ব্রিটেনের ওই হাসপাতালে প্রায় ১৫ হাজার রোগী ভিডিও কল করে প্রিয়জনদের সঙ্গে কথা বলেছেন ৷ তবে এই প্রথমবার এমন হল কোনও রোগী ভেন্টিলেটর থেকে মুক্তি পেয়ে পরিবারের লোকেদের সঙ্গেকথা না প্রেমিকাকে ভিডিও কল করে বিয়ের প্রস্তাব দিয়েছেন ৷ হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা এই বিষয়টি প্রত্যক্ষ করেছেন এবং ঘটনার প্রশংসায় পঞ্চমুখ উপস্থিত সবাই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, London