হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ডক্টরস ডে-তে বিরাট সাফল্য, সেরে উঠলেন ৯৫ বছরের করোনা রোগী

ডক্টরস ডে-তে বিরাট সাফল্য, ৯৫ বছরের করোনা রোগীকে সারিয়ে তুলল রাজ্যের বেসরকারি হাসপাতাল

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চিকিৎসকদের কঠিন লড়াইয়ের ফলে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন একজন ৯৫ বছরের বৃদ্ধ। হাওড়ার সালকিয়ার বাসিন্দা ওই বৃদ্ধ|

  • Share this:

#হাওড়া: ডক্টরস ডে-তে  করোনা যুদ্ধে সাফল্যের মুখ দেখলো রাজ্য| সাফল্যের নাজির গড়লেন হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের চিকিৎসকেরা | চিকিৎসকদের কঠিন লড়াইয়ের ফলে  করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন একজন ৯৫ বছরের বৃদ্ধ।  হাওড়ার সালকিয়ার বাসিন্দা ওই বৃদ্ধ|

গত মাসের ২১ তারিখ করোনায় আক্রান্ত হয়ে হাওড়ার ফুলেশ্বরের বেসরকারি করোনা  হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ | জ্বরের সঙ্গে  শ্বাসকষ্টও ছিল রোগীর। সমস্যা ছিল রোগীর বয়েস নিয়ে। একজন ৯৫ বছরের রোগীকে সুস্থ করে ফেরানো সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল | একদিকে রোগীর বয়েসের কারণে চিকিৎসায় সাড়া দেওয়া এবং সব রকম ওষুধ প্রয়োগ অনেক বেশি কঠিন ছিল| শুরু হয় লড়াই। চিকিৎসক নার্স ও স্বাস্থ কর্মীদের নিদ্রাহীন ১১ দিনের কঠিন পরিশ্রম আজ এই সফলতার চাবিকাঠি, বললেন হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক শুভাশিস মিত্র |

চিকিৎসক দিবসের দিনে ৯৫ বছরের রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে এই দিনের উৎসব পালন করলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও হাসপাতালের সাথে যুক্ত মানুষজনের| বুধবার একই সঙ্গে ১১ জন পুলিশ কর্মীকেও সুস্থ  করে বাড়ি ফেরানো হয়| গান ও হাততালি দিয়ে প্রত্যেক করোনা জয়ীদের শুভেচ্ছা  জানালেন হাসপাতালের চিকিৎসক ও   স্বাস্থ্য কর্মীরা। মারণ‌রোগ থেকে মুক্তি পেয়ে সকল চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের কুর্নিশ জানালেন সুস্থ হয়ে যাওয়া রোগীরাও| হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক শুভাশিস মিত্র বলেন, "প্রায় ৫৫০ জন এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা হারছে মানুষ জিতছে।"

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus, Coronavirus covid-19