Home /News /coronavirus-latest-news /
বয়স ৯৫, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ !

বয়স ৯৫, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ !

করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এরই মাঝে আনলক। এখন প্রায় সবকিছুই খোলা। এই পরিস্থিতিতে সুস্থ থাকবেন কীভাবে? করোনার মোকাবিলা করবেন কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস খবরের কাগজ, টাকা, বই এর উপর বেশিক্ষণ থাকতে পারে না।

করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এরই মাঝে আনলক। এখন প্রায় সবকিছুই খোলা। এই পরিস্থিতিতে সুস্থ থাকবেন কীভাবে? করোনার মোকাবিলা করবেন কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস খবরের কাগজ, টাকা, বই এর উপর বেশিক্ষণ থাকতে পারে না।

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে প্রায় ৬০ জন করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷

 • Share this:

  #নয়ডা: বিশ্বব্যাপি করোনার প্রকোপ কমার নয় ৷ বরং প্রত্যেকদিন, প্রত্যেক মুহূর্তে করোনার প্রকোপ বেড়েই চলেছে ৷ দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রোজ ৷ ঠিক এই আবহে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বাসিন্দা ৯৪ বছরের এক বৃদ্ধ !

  উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে প্রায় ৬০ জন করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এই সুস্থ ৬০ জনের মধ্যে রয়েছেন একজন ৯৪ বছরের বৃদ্ধও ৷ তাঁর সুস্থ হওয়ার খবর পেয়ে উত্তপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক সুহাস লালিনাকেরে ইয়াথিরাজ ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানান, সঙ্গে জানান, আপনিই আমাদের কাছে অনুপ্রেরণা ৷

  দেখুন সেই ট্যুইট---

  Published by:Akash Misra
  First published:

  Tags: Corona Virus, COVID-19, News, UP

  পরবর্তী খবর