#বীরভূম: ২১ শে মার্চ পর্যন্ত বীরভূমে ৮৬০ জন গৃহবন্দি। যারা বিভিন্ন জায়গা থেকে বীরভূমে এসেছেন। এদের মধ্যে অনেকে দেশের চেন্নাই, গুজরাত, ব্যাঙ্গালুরু সমতে বিভিন্ন জায়গা থেকে এসেছে, আবার অনেকে আছেন যারা বিদেশ থেকেও এসেছেন। অন্যদিকে সিউড়ি, বোলপুর ও রামপুরহাট মিলিয়ে মোট ১৩ জন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। যাদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে। বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা জানিয়েছেন যদি একটা পুরো গ্রামকে গৃহবন্দি করতে হয় তাতেও প্রস্তুত রয়েছে বীরভূম জেলা প্রশাসন। তিনি আরো জানিয়েছেন বীরভূমের প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম গুলিকেও আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখতে বলা হয়েছে। দরকারে ওই সমস্ত নার্সিং হোম ও বেসরকারি হাসপাতাল গুলির সাহায্য নেবে বীরভূম জেলা প্রশাসন।
বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে সিউড়িতে জেলা প্রশাসনের দফতরে বৈঠক করতে এলেন মুখ্যমন্ত্রী নিযুক্ত স্পেশাল পরিদর্শক হৃদয়েশ মোহন। বীরভূম জেলার প্রতিটি নার্সিং হোম কর্তৃপক্ষ, জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলাশাসক সাংবাদিক বৈঠক করে এই সমস্ত বিষয়গুলি তুলে ধরেন।
SUPRATIM DAS