#বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় বুধবার করোনা আক্রান্ত আরও আটজন ৷ কালনায় আক্রান্ত তিন জন, মেমারিতে দু’জন, মাধবডিহি, বর্ধমান ও ভাতারে এক জন করে আক্রান্ত ৷ প্রত্যেকেই বাইরের রাজ্য থেকে এ রাজ্যে এসেছেন বলে জানা গিয়েছে ৷
বাইরের রাজ্যে থেকে আসা শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে পূর্ব বর্ধমান জেলায়। এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৪৫-এ পৌঁছে গিয়েছে। তার মধ্যে বেশির ভাগই ভিন রাজ্য থেকে আসার শ্রমিক। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নিত্যনতুন এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হচ্ছে জেলা প্রশাসনকে। আগামী কয়েক দিনে আরও কয়েক হাজার শ্রমিক জেলায় আসবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তার জেরে করোনা আক্রান্তের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য দফতর।
পূর্ব বর্ধমান জেলায় প্রথম দফা লকডাউনের আগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র একজন। এখন সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫-এ পৌঁছে গিয়েছে। এদের মধ্যে ৩৫ জনই এসেছে ভিন রাজ্য থেকে। আরও নির্দিষ্ট করে বললে তারা এসেছেন মহারাষ্ট্র, দিল্লি থেকে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও বহু শ্রমিক আসবেন। তার উপর কয়েক হাজার রিপোর্ট হাতে আসেনি। রিপোর্ট হাতে পেলে এই সংখ্যাটা আরও অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আশঙ্কার আরও কারণ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিযায়ী শ্রমিকদের মধ্যে যারা করোনা আক্রান্ত বলে রিপোর্ট আসছে তাদের অনেকেরই কোনও উপসর্গ পাওয়া যাচ্ছে না। রিপোর্ট না আসা পর্যন্ত তারা বাড়িতে বা কোয়ারেন্টাইন সেন্টারে থাকছেন। তারা ততদিনে অনেকের সংস্পর্শে আসছেন। এই মধ্যবর্তী সময়ে অনেকেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তখন নতুন করে সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে আবার কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাতে হচ্ছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে হচ্ছে।
জেলা প্রশাসন এখন নমুনা পরীক্ষায় গতি আনার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। আপাতত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, আর জি কর হাসপাতাল ও দুর্গাপুরের সনকা হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। সেখানের পরীক্ষা পরিকাঠামো আরও বাড়ানো যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নমুনা যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় তার পরিকাঠামো তৈরি করার কথা ভাবা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India