#নয়াদিল্লি: করোনায় কাঁপছে গোটা বিশ্ব ৷ একই অবস্থা ভারতেও ৷ দেশে প্রতিদিনই বেড়ে চলেছে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৷ আজ, শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫,০৪৩ জন ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৯৯৩ ৷ মৃত্যু হয়েছে ৭৩ জনের ৷ ভারতে করোনায় মৃত এখনও পর্যন্ত ১১৪৭ জন ৷ পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৮৯ জন ৷
73 deaths and 1993 new cases reported in the last 24 hours in the country due to #Coronavirus. https://t.co/WopI0vYyw0
— ANI (@ANI) May 1, 2020
এদিকে পশ্চিমবঙ্গে করোনা চিকিৎসায় নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য় দফতর। একই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকও। তা হল, কোনও হাসপাতাল রোগী ফেরাতে পারবে না। করোনা উপসর্গ থাকলেও ফেরানো যাবে না রোগীকে। রোগী ভর্তির ক্ষেত্রেও প্রয়োজন নেই সরকারি ছাড়পত্রের।
#Alert - India fights COVID-19: India crosses the 35,000 mark today with more than 1400 cases in the last 24 hours.@Zakka_Jacob breaks down the numbers on #News18CoronaWall#IndiaFightsCOVID19 | #TotalLockdown | #StayHome pic.twitter.com/Jm0LbFNbUD
— CNNNews18 (@CNNnews18) May 1, 2020
দেশে করোনার থাবা চওড়া হতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। মারণ ভাইরাসের চিকিৎসায় একের পর এক হাসপাতালে বিশেষ পরিকাঠামো গড়ে তোলে। দেশের স্পটলাইট যখন করোনার উপরে, তখনই ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে অন্য রোগের চিকিৎসা। অনেক হাসপাতালের বিরুদ্ধেই রোগী ফেরানোর অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে বুধবারই কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বৃহস্পতিবার নতুন নির্দেশিকা জারি করল মুখ্য়মন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য় দফতর। সেই নির্দেশিকা অনুযায়ী কোনও হাসপাতাল করোনা উপসর্গ থাকা কোনও রোগীকে ফেরত পাঠাতে পারবে না ৷
রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, কোভিড আছে কি নেই, তা জানতে রোগীর থেকেই সরকারি ছাড়পত্র চাওয়া হচ্ছে। রোগীকে ভর্তির ক্ষেত্রে বা করোনা পরীক্ষার ক্ষেত্রে এমন কোনও ছাড়পত্রের প্রয়োজন নেই বলেও এদিন স্পষ্ট করে দিয়েছে স্বাস্থ্য় দফতর। রোগী ভর্তির ক্ষেত্রে সরকারি ছাড়পত্রের প্রয়োজন নেই ৷ কোভিড সংক্রান্ত সরকারি ছাড়পত্র রোগীর পরিবারের থেকে চাওয়া যাবে না ৷ করোনা পরীক্ষার জন্য গতকাল, বৃহস্পতিবারই আরও দু’টি বেসরকারি হাসপাতালের ল্যাবরেটরিকে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সেগুলি হল, পিয়ারলেস হাসপাতাল এবং সল্টলেক আমরি ৷ এই নিয়ে রাজ্যে করোনা পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ১৬ ৷ এরমধ্য়ে ১০টি সরকারি এবং বাকি ৬টি বেসরকারি হাসপাতাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India