#নয়াদিল্লি: একযোগে দিল্লির ৭২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল। নেপথ্যে এক পিজা ডেলিভারি বয়। মঙ্গলবার তাঁর শরীরে করোনা সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছিল। তার পরেই শুরু হয় তিনি কোথায় কোথায় খাবার ডেলিভারি করেছেন তার খোঁজ। দক্ষিণ দিল্লির এক জেলাশাসক জানিয়েছেন, এ যাবৎ ওই ৭২ টি পরিবারকেই চিহ্নিত করা গিয়েছে।
জেলাশাসক বি এম মিশ্র বলছেন, "মালব্য নগরে একটি বিখ্যাত পিজার দোকানে কাজ করতেন এই ডেলিভারি বয়। মঙ্গলবার আমরা জানতে পারি তিনি সংক্রমিত। কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁর ১৬ জন সহকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠান। খোঁজ শুরু হয় তাঁর থেকে খাবার নিয়েছে এমন পরিবারগুলির। ৭২টি পরিবারকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।"
তবে অযথা আতঙ্ক ছড়াতে না করছেন ওই জেলাশাসক। তাঁর মতে, স্বাস্থ্যবিধি মেনে গ্লাভস ও মাস্ক পরেই কাজ করছিলেন ওই ডেলিভারি বয় ও তাঁর সহকর্মীরা।সংক্রমণের খোঁজ পাওয়ার পর ওই পিজা প্রস্তুতকারক সংস্থার দোকান বন্ধ। আর ওই ডেলিভারি বয়ের সহকর্মীদের করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Delhi