#শিলিগুড়ি: উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার শিলিগুড়ি। করোনার থাবায় প্রতিদিনই দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ। ভিড় এড়ানোই এখন করোনার সেরা দাওয়াই। ইতিমধ্যেই উত্তরের একাধিক পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। বন দফতর এবং পর্যটন দফতরের একাধিক সরকারি বাংলো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য এবং কেন্দ্র। করোনার কোপে কাল থেকে বন্ধ থাকছে শিলিগুড়ি সিটি সেন্টার। এবারে শিলিগুড়িতে একাধিক মার্কেট টানা তিন দিন বন্ধ রাখার আর্জি। আর্জি জানিয়েছে শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতি।
আজ একাধিক ব্যবসায়ী সমিতি করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন। সেখানেই স্থির হয়, কেন্দ্র এবং রাজ্যের নির্দেশ মেনে ব্যবসা বণধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে কিছুটা হলেও জনসমাগম কমবে। ভিড় এড়াতে পারলেই সংক্রমন ঠেকানো যাবে। আজ হার্ডওয়ার মার্চেন্ট এসোসিয়েশন, নর্থ বেঙ্গল মোটর ডিলার এসোসিয়েশন, গৌরী শঙ্কর মার্কেট ব্যবসায়ী সমিতি, হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি, হকার্স কর্নার ব্যবসায়ী সমিতি, চেম্বার অব টেক্সটাইল অ্যাসোসিয়েশন, শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা বৈঠকে বসেন। সেখানেই ঠিক হয়েছে, কাল জনতা কার্ফু। সোম ও মঙ্গলবার ব্যবসা বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে। শেঠ শ্রীলাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোকন ভট্টাচার্য জানান, জরুরি পরিষেবা স্বাভাবিক থাকবে। কাউকে অবশ্য চাপ দেওয়া হবে না। কিন্তু বর্তমান পরিস্থিতির নিরিখে এছাড়া দ্বিতীয় উপাই নেই। ব্যবসা বনধের ডাক দিয়েছে ইস্টার্ন এবিসি চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজও। করোনা পরিস্থিতির কথা ভেবেই ব্যবসায়ী সংগঠনগুলো এই সিদ্ধান্তে পৌছন। করোনার জেরে পাহাড়, নেপাল, সিকিম এবং ভুটান থেকে বহু ক্রেতা আসছে না। একেই ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কিন্তু মারন করোনার কোপ থেকে বাঁচতে হলে ভিড় এড়ানোই এখন একমাত্র পথ।
PARTHA PRATIM SARKAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Business, Coronavirus, Siliguri