#মুম্বই: দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে একটি মহারাষ্ট্র। স্বাভাবিক কারণে সেখানে করোনা আক্রান্ত হচ্ছেন জরুরি পরিষেবা প্রদানকারী চিকিৎসক, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে পুলিশকর্মীরাও। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত সেই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৪ জন পুলিশকর্মী। তবু মানুষের যেন সহমর্মিতা নেই সামান্য।
লকডাউনের মধ্যে মহারাষ্ট্রে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১৯৪টি। পরিস্থিতি সামলাতে পুলিশ গ্রেপ্তার করেছে ৬৮৯ জনকে। মুম্বইয়ে সবচেয়ে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বেশ কয়েকদিন ধরে। শনিবার আলোচনা শুরু হয়েছে এই নিয়ে যে পুলিশ দিয়ে পরিস্থিতি সামলাতে না পেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সেনার কাছে হাত পেতেছেন। যদিও উদ্ধব ঠাকরে দাবি করেছেন, প্রশাসন এমন কোনও সিদ্ধান্ত নেয়নি, যেখানে বলা হয়েছে সেনার সাহায্য নেওয়া প্রয়োজন।
মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্ত পুলিশকর্মীদের মধ্যে এখনও অ্যাক্টিভ কেস রয়েছে ৬৪৮টি, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। পাঁচজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫৯ হাজারে। এর মধ্যে ৩৯ হাজার অ্যাক্টিভ কেস রয়েছে। ১৭ হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মৃত্যু হয়েছে ১৯৮১ জনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Maharashtra, Mumbai