#মুম্বই: মহারাষ্ট্রের অমরাবতী জেলার আইরিন সরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগের চিকিৎসক গায়ত্রী ওয়াদেকার গাওয়াই (৩২)। সাত মাসের সন্তান সম্ভবা এই চিকিৎসক মানুষের সেবা করার ধর্মকে অস্বীকার করেননি। মাতৃত্বকালীন ছুটি বাতিক করে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা করছিলেন গায়ত্রী। তবে শেষরক্ষা হল না।
দিন পনের আগে জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথার মতো করোনার একাধিক উপসর্গ শুরু হয়। প্রথমে তাঁকে আইরিন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই করোনা রিপোর্ট পজেটিভ আসে। দিন দুয়েকের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর গায়ত্রীকে নাগপুরের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দিন দশেক ভেন্টিলেশনে ছিলেন। রবিবার হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক গায়ত্রী ওয়াদেকার।
করোনা মোকাবিলার যুদ্ধে একদম সামনের সারির যোদ্ধা ছিলেন চিকিৎসক গায়ত্রী ওয়াদেকার। গর্ভবতী অবস্থায় অনায়াসে মাতৃত্বকালীন ছুটি নিতে পারতেন। কন্তু নেননি। উপরন্তু সামিল হয়েছিলেন কোভিড যুদ্ধে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন, এ রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠন শোকপ্রকাশ করেছেন চিকিৎসক গায়ত্রীর মৃত্যুতে। এ রাজ্যের অন্যতম চিকিৎসক সংগঠন ডক্টরস ফর পেশেন্টস বা ডোপা-র পক্ষ থেকে চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় বলেন, "অপূরণীয় ক্ষতি। গোটা দেশজুড়ে একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রতি।"
ABHIJIT CHANDA