হোম /খবর /দক্ষিণবঙ্গ /
৬৪ জন পর্যটককে নিয়ে যাওয়া হল স্বাস্থ্য পরীক্ষার জন্য ! ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন

৬৪ জন পর্যটককে নিয়ে যাওয়া হল স্বাস্থ্য পরীক্ষার জন্য ! ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল!

সতর্কতা সত্ত্বেও ভারতে দাপট বাড়ছে করোনার৷ PHOTO- FILE

সতর্কতা সত্ত্বেও ভারতে দাপট বাড়ছে করোনার৷ PHOTO- FILE

৬৪ জনের পর্যটক ভর্তি বাস জিয়াগঞ্জে পৌঁছালে ছুটে গেল স্বাস্থ্য দফতরের টিম।

  • Share this:

#মুর্শিদাবাদ: ৬৪ জনের পর্যটক ভর্তি বাস জিয়াগঞ্জে পৌঁছালে ছুটে গেল স্বাস্থ্য দফতরের টিম। গত একমাস ধরে ভারতবর্ষের বিভিন্ন এলাকা ভ্রমণ করে ৬৪ জনের একটি দল টুরিস্ট বাসে করে মুর্শিদাবাদে এসে পৌঁছায় । আর এই খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।খবর পেয়ে স্বাস্থ্য দফতর এবং পুলিশ বাসটিকে তড়িঘড়ি নিয়ে যায় জিয়াগঞ্জ কিসান মান্ডিতে। তারপরেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, প্রত্যেকের  স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

তাদের শরীরে টেম্পারেচার কিরকম রয়েছে সেইগুলো দেখে স্বাস্থ্য দফতর।প্রাথমিকভাবে তাদের শরীরে কোনো রকম লক্ষন পাওয়া যায়নি। তবে ১৪ দিন তাদের ঘরের মধ্যে থাকার জন্য চিকিৎসকরা বলেছেন।১৪  দিনের মধ্যে শরীরের অবস্থা ভাল হলে জেলা স্বাস্থ্য দফতরের তরফ থেকে অন্যরকম চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে প্রাথমিকভাবে কোনরকম ভীতির কারণ নেই এমনটাই জানান বিএমওএইচ সৌমিক মন্ডল। বলেন, তীর্থযাত্রীদের প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছে। বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের কর্মীরা পর্যবেক্ষণে রাখবেন তাদের।

PRANAB KUMAR BANERJEE

Published by:Piya Banerjee
First published:

Tags: Coronavirus, Home quarantine, India