#ওড়িশা: আমফান বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল, ফিরে এসে করোনা পজিটিভ ওড়িশার ৫৪ জন ODRAF, NDRF ও দমকল কর্মী। ওড়িশার তথ্য ও জনসংযোগ দফতরের তরফে ৯ জুন জানানো হয়, ওড়িশার বিপর্যয় মোকাবিলা দফতর (Odisha Disaster Rapid Action Force, ODRAF), জাতীয় বিপর্যয় দফতর ( National Disaster Response Force, NDRF) ও ওড়িশার দমকলকর্মীরা সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে আমফান উদ্ধারকাজ সেরে ফিরেছেন। নিয়ম মেনে তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়। লালারসের নমুনা পরীক্ষা করা হলে ৫৪ জন কর্মীর রিপোর্ট করোনা পজিটিভ আসে।
উল্লেখ্য, এই নিয়ে ওড়িশায় মোট ১১৫ জন ODRAF/NDRF/ ও দমকল কর্মী করোনা আক্রান্ত হলেন। এর আগে, কটকের মুন্দালির থার্ড NDRF ব্যাটালিয়নের ৪৯জন কর্মী এবং ওড়িশা ফায়ার সার্ভিসের ১২ জন কর্মী কোভিড আক্রান্ত হন, তাঁরা সবাই আমফানের সময় পশ্চিমবঙ্গে কর্তব্যরত ছিলেন।
এখনও পর্যন্ত ওড়িশায় মোট করোনা আক্রান্ত ৩৩৮৬। এর মধ্যে ১০৯২ জন বর্তমানে চিকিৎসাধীন, সুস্থ হয়েছেন ২২৮২ জন। এখনও পর্যন্ত ওড়িশায় করোনায় মৃতের সংখ্যা ৯।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Odisha corona cases