#মালদহ : করোনা রুখতে সতর্ক মালদহের প্রশাসন ও স্বাস্থ্য দফতর। যেসব মানুষ ভিন দেশ বা ভিন রাজ্য থেকে মালদহে আসছেন তাঁদের মধ্যে শারিরীক অসুস্থতার লক্ষন মিললেই পাঠানো হচ্ছে হোম কোয়ারেন্টাইনে। বুধবার এই সংখ্যা দাড়িয়েছে প্রায় পাঁচশ। গত কয়েকদিনে উল্লেখ্যযোগ্য ভাবে বাড়ছে এই সংখ্যা।
তবে স্বাস্থ্য দফতরের কথায় এদের মধ্যে কেউ করোনা আক্রান্ত রয়েছেন কিনা তা নিশ্চিত নয়। মূলতঃ সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বাইরে থেকে আসা এইসব মানুষদের ১৪ দিনের গৃহ পর্যবেক্ষনে থাকতে বলা হয়েছে। যাতে এদের মধ্যে কেউ অসুস্থ হলেও তাঁদের মধ্যে থেকে যাতে অন্য কারো শরীরে ভাইরাস সংক্রামিত না হয়। তবে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর মালদহে একজনের শরীরে কিছু উপসর্গের সঙ্গে করোনার মিল রয়েছে। তাই আপাতত একজনেরই নমুনা কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত মালদহে বিদেশ থেকে এসেছেন এমন গৃহ পর্যবেক্ষনে থাকা মানুষ ৫৯ জন। দেশের বিভিন্ন রাজ্য থেকে মালদহে ফিরে চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি থাকতে বলা হয়েছে আরও ৪৪০ জনকে। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাঁচজন রোগী। তবে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হননি। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবেই যারা বাইরে থেকে আসছেন তাঁদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। এতে এই ব্যবস্থায় সংক্রমনের সম্ভবনা অনেকটাই কম হবে।
সেবক দেবশর্মা