#ভুবনেশ্বর: করোনার বিরুদ্ধে নিরলস কাজ করে চেলেছেন যেই চিকিৎস এবং নার্সরা, তাদের আরও একবার কুর্ণিশ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ তিনি জানিলেন যে তার রাজ্যে করোনায় মৃত চিকিৎসক বা নার্সের পরিবারকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ৷ এবং তার সঙ্গে তাদের দেওয়া হবে শহীদের সম্মান৷ দেশে এই প্রথম কোনও রাজ্য যেখান চিকিৎসক ও নার্সদের এত বড় সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হল৷
যুদ্ধে দেশের জন্য যারা প্রাণ দেন তাদের দেশ শহীদের সম্মান দেয়৷ করোনার বিরুদ্ধে যে সব চিকিৎসক এবং নার্সরা কাজ করছেন, সেও একপ্রকার যুদ্ধে সামিল হওয়া৷ কারণ শত্রু করোনার সঙ্গে লড়াইয়ে তাদের নিজেদের আক্রান্ত হওয়ার আশঙ্কাও প্রবল৷ তবুও লড়াইয়ের ময়দান ছেড়ে চলে আসছেন না কোনও চিকিৎসকই৷ তারা সকলেই লড়ছেন এবং অনেকেই সুস্থ করে তুলছেন৷ এই মুহূর্তে করোনা যুদ্ধে সাধারণের ভরসা তো ডাক্তার-নার্সরাই৷ তাই তাদের জন্য এই সম্মান জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷
State government in convergence with Government of India initiative will ensure that Rs.50 lakh is given for all health personnel (private and public) and members of all other support services who lose their precious lives in the fight against #COVID19: Odisha CM Naveen Patnaik pic.twitter.com/16VbueNSRL
— ANI (@ANI) April 21, 2020
এছাড়াও এই সমস্ত চিকিৎসক ও নার্সদের প্রতি যদি কোনও দুর্ব্যাবহার করা হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথাও ঘোষণা করেছেন তিনি৷ করোনা সংক্রমণের আতঙ্কে বহু এলাকায় চিকিৎসক ও নার্সের ওপর মারধরের অভিযোগ এসেছে৷ এইসব ক্ষেত্রে খুবই কঠিন পদক্ষেপ নেবে তার সরকার বলেই হুশিয়ারি দিয়েছেন নবীন পট্টনায়েক৷
State will treat them as martyrs & provide state funeral with state honors. A detailed scheme of awards will be instituted recognizing their unparalleled sacrifice.These awards will be given on national days: Odisha CM Naveen Patnaik https://t.co/nzOtF0lo2E
— ANI (@ANI) April 21, 2020
Any act against them (health personnel) is an act against the state. In case anyone indulges in any act that will disturb or dishonor their work,very strict criminal action will be taken against them including invoking provisions of National Security Act: Odisha CM Naveen Patnaik pic.twitter.com/hLluvzkCBE
— ANI (@ANI) April 21, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Odisha