হোম /খবর /দেশ /
করোনায় চিকিৎসক-নার্সের মৃত্যুতে ৫০ লক্ষ ক্ষতিপূরণ,শহীদের মর্যাদা:নবীন পট্টনায়ক

করোনায় চিকিৎসক-নার্সের মৃত্যুতে ৫০ লক্ষ ক্ষতিপূরণ, শহীদের মর্যাদা: নবীন পট্টনায়ক

ওড়িশার মুখ্যমন্ত্রী এই ঘোষণা সেই রাজ্যের চিকিৎসক এবং নার্সের মনোবল আরও বাড়াবে৷

  • Last Updated :
  • Share this:

#ভুবনেশ্বর: করোনার বিরুদ্ধে নিরলস কাজ করে চেলেছেন যেই চিকিৎস এবং নার্সরা, তাদের আরও একবার কুর্ণিশ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ তিনি জানিলেন যে তার রাজ্যে করোনায় মৃত চিকিৎসক বা নার্সের পরিবারকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ৷ এবং তার সঙ্গে তাদের দেওয়া হবে শহীদের সম্মান৷ দেশে এই প্রথম কোনও রাজ্য যেখান চিকিৎসক ও নার্সদের এত বড় সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হল৷

যুদ্ধে দেশের জন্য যারা প্রাণ দেন তাদের দেশ শহীদের সম্মান দেয়৷ করোনার বিরুদ্ধে যে সব চিকিৎসক এবং নার্সরা কাজ করছেন, সেও একপ্রকার যুদ্ধে সামিল হওয়া৷ কারণ শত্রু করোনার সঙ্গে লড়াইয়ে তাদের নিজেদের আক্রান্ত হওয়ার আশঙ্কাও প্রবল৷ তবুও লড়াইয়ের ময়দান ছেড়ে চলে আসছেন না কোনও চিকিৎসকই৷ তারা সকলেই লড়ছেন এবং অনেকেই সুস্থ করে তুলছেন৷ এই মুহূর্তে করোনা যুদ্ধে সাধারণের ভরসা তো ডাক্তার-নার্সরাই৷ তাই তাদের জন্য এই সম্মান জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷

এছাড়াও এই সমস্ত চিকিৎসক ও নার্সদের প্রতি যদি কোনও দুর্ব্যাবহার করা হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথাও ঘোষণা করেছেন তিনি৷ করোনা সংক্রমণের আতঙ্কে বহু এলাকায় চিকিৎসক ও নার্সের ওপর মারধরের অভিযোগ এসেছে৷ এইসব ক্ষেত্রে খুবই কঠিন পদক্ষেপ নেবে তার সরকার বলেই হুশিয়ারি দিয়েছেন নবীন পট্টনায়েক৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19, Odisha