#নয়ডা: দেশে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা একের পর এক বেড়েই চলেছে ৷ এর মধ্যে সরকার জানিয়েছে এই করোনা ভাইরাস সংক্রমণের ঘটনাগুলি নিয়ে বিভিন্ন রাজ্যগুলিকে অ্যালার্ট করা হয়েছে ৷ দিল্লির কাছে নয়ডা থেকে পাঁচজন জামাতি গ্রেফতার হয়েছে ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সত্য গোপন করেছিল ৷
এরা নিজামুদ্দিন থেকে বেরিয়ে বেগমপুর গ্রামে গিয়েছিল ৷ আর পুলিশকে খবরও দেয়নি ৷ গ্রেফতার হওয়া পাঁচজন জামাতির নাম ওয়াসিম, কাসিম, দিবান, নুর হাসান, আর ইমরান ৷
এর আগে উত্তরপ্রদেশ পুলিশ ১৫ জন জামাতিকে গ্রেফতার হয়, তাদের মধ্যে ১২ জন বিদেশি ছিলেন ৷ পুলিশ এক মাস আগে মহামারি আইন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ৷ এই জামাতিরা কোনও সূচনা না দিয়ে লুকিয়ে ছিলেন ৷
লকডাউন থাকা সত্ত্বেও মোট ১৫৮৩ জন মারা গেছে আর সারা দেশে ৪৬,৭১১ কোভিড আক্রান্ত হয়েছেন ৷ গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে রেকর্ড ২৫৭৩ জন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Jamati, Lockdown