#কলকাতা: এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা এবার তিনশোর গণ্ডি ছাড়াল এই রাজ্যে। বৃহস্পতিবার স্বাস্থ্যদফতরের বুলেটিনে প্রকাশ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। এটাই এ পর্যন্ত বাংলায় একদিনের নিরিখে সর্বোচ্চ পরিসংখ্যান।
এ দিন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৬৩জন।
রাজ্য স্বাস্থ্যদফতর সূত্রে খবর, বুধ-বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৯০ জন। এ পর্যন্ত ভাল হয়েছেন মোট ১ হাজার ৬৬৮ জন করোনা রোগী।
দিন তিনেক আগেই করোনা সংক্রমণের দৈনিক হিসেবটা ২০০ পার করেছিল। এত দ্রুত সেই সংখ্যাটা ৩৪৪- এ পৌঁছল কী করে? অনেকে মনে করছেন, আমফানের কারণে দিন তিনেক তথ্য আপডেট বন্ধ রাখতে হয়েছিল প্রশাসনকে। এখন নতুন করে তা চালু হওয়ায়, বকেয়া তথ্য ও নতুন তথ্য মিলে চড়চড়িয়ে বেড়ে যাচ্ছে সংক্রমিতের সংখ্যা। এ যাবৎ করোনা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কলকাতা, হাওড়া ও উত্তর চব্বিশ পরগণা জেলায়।
উল্লেখ্য, খোদ বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরেও এবার করোনা হানাদারি শুরু করেছে। বৃহস্পতিবারই হাসপাতালের ভিতরেই কর্মী আবাসনে সাত করোনা রোগীর খোঁজ মিলেছে একই সঙ্গে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19