হোম /খবর /দেশ /
Corona Lockdown: মধ্যরাত থেকে শুরু লকডাউন, ছত্তিশগড়ে আরও ৪ জেলায় বড় ঘোষণা

Corona Lockdown: মধ্যরাত থেকে শুরু লকডাউন, ছত্তিশগড়ে আরও ৪ জেলায় বড় ঘোষণা

ছত্তিশগড়ে করোনার ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আরও বিপজ্জনক প্রমাণিত হচ্ছে। রাজ্যে প্রতিদিন করোনার সংক্রমণের ঘটনা বাড়ছে।

  • Last Updated :
  • Share this:

#ছত্তিশগড়: ছত্তিশগড়ে (Chattisgarh) করোনার ভাইরাসের (Coronavirus) দ্রুত সংক্রমণ উদ্বেগকে বাড়িয়ে তুলেছে। এ কারণে অনেক জেলায় পরিস্থিতি খারাপ। ছত্তিশগড় সরকার করোনার (COVID19) সংক্রমণ রোধে ৪টি জেলায় লকডাউনের (4 Distrisct Lockdown) সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিলাসপুর, সুরগুজা ও সুরজপুর জেলায় সম্পূর্ণ লকডাউন হবে। ১৪ এপ্রিল থেকে বিলাসপুরে লকডাউন হবে, সুরজপুর ও সুরগুজার ১৩ ই এপ্রিল থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। আদেশ অনুসারে, এই সময়ের মধ্যে কেবল জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হবে। জনগণের চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

ছত্তিশগড়ে করোনার সংক্রমণের ঘটনা ধারাবাহিকভাবে সামনে আসছে। এর পরিপ্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ৪ টি জেলায় লকডাউনের ঘোষণা করেছে৷ রায়পুর সহ রাজ্যের ৪ টি জেলায় লকডাউন। সংক্রমণে লাগাম টানতে আজ আরও তিনটি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী ১৪ ই এপ্রিল থেকে এই জেলাগুলিতে জেলায় সম্পূর্ণ লকডাউন হবে৷

আরও পড়ুন Corona Symptoms: জিভে ঘা? কথা জড়িয়ে আসছে? ভয়ঙ্কর করোনার উপসর্গ

ছত্তিশগড়ে করোনার ভাইরাস (Chattisgarh district Lockdown) সংক্রমণের দ্বিতীয় ঢেউ আরও বিপজ্জনক প্রমাণিত হচ্ছে। রাজ্যে প্রতিদিন করোনার সংক্রমণের ঘটনা বাড়ছে। এই রাজ্যে ভাইরাস সংক্রমণের কারণে এখন পর্যন্ত ৪৬৫৪ জনের মৃত্যু হয়েছে। এখনও, রাজ্যে করোনার সক্রিয় রোগী রয়েছেন ৬৮১২৫-এরও বেশি। এর মধ্যে ২৮০০জনকে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে এবং কৃত্রিম উপায় তাদের অক্সিজেন দেওয়া হয়েছে। সংক্রমণ বেড়ে চলার ফলে হাসপাতালে বেড কম পড়ার খবরও সামনে আসছে। স্বাস্থ্য দফতর সংক্রমণ মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেলেও সংক্রমণ বেড়েই চলেছে৷

অন্যদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৫২৮৭৯জন আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় ৮৩৯জনের মৃত্যু হয়েছে৷ এরই মধ্যে ৯০৫৮৪জন সুস্থ হয়ে উঠেছেন৷ এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ১৩৩৫৮৮০৫৷ করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৬৯২৭৫জন৷

Published by:Pooja Basu
First published:

Tags: Chattisgarh, COVID19, Lockdown