হোম /খবর /বিদেশ /
নিউইয়র্কে এক দিনে মৃত্যু ৪ বাঙালির, ধুঁকছে আমেরিকা

নিউইয়র্কে এক দিনে মৃত্যু ৪ বাঙালির, ধুঁকছে আমেরিকা

রবিবার পর্যন্ত দেশে ৮৩৫৬ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ২৭৩৷ PHOTO- FILE

রবিবার পর্যন্ত দেশে ৮৩৫৬ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ২৭৩৷ PHOTO- FILE

হোয়াট হাউজের অনুমান এই মৃত্যু বেড়ে ১-২ লক্ষে পৌঁছতে পারে। শুধুমাত্র নিউইয়র্কেই এই মুহূর্ত পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৪ জনের। মিশিগানে আক্রান্ত ১ হাজার ২৮১ জন।

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: নিউইয়র্কে করোনার মারণ সংক্রমণে আরও চার বাঙালির মৃত্যু হল। এরা সকলেই বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, শুক্রবার মৃত এই চার বাঙালির নাম, আবদুল মান্নান, আসাদ ইকবাল, গিয়াসুদ্দিন, আবদুস সাত্তার।

নোভেল করোনা সংক্রমণ ঘুম কেড়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় এই মহাদেশে মৃত্যু হয়েছ ২হাজার ১০৮ জনের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন মুলুকে করোনা সংক্রমণে মোট মৃত্যু ১৮ হাজার ছাড়িয়েছে । এখনও পর্যন্ত আক্রান্ত অন্তত ৫ লক্ষ ১ হাজার ৫৬০ জন।

হোয়াট হাউজের অনুমান এই মৃত্যু বেড়ে ১-২ লক্ষে পৌঁছতে পারে। শুধুমাত্র নিউইয়র্কেই এই মুহূর্ত পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৪ জনের। মিশিগানে আক্রান্ত ১ হাজার ২৮১ জন। গত চব্বিশ ঘণ্টায় ইতালিতে প্রাণ হারিয়েছেন ৫২৮ জন। সরকারের দাবি পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ইতালিতে।

Published by:Arka Deb
First published:

Tags: Corona Virus