#নয়াদিল্লি: করোনা ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ নিয়ম মেনে বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ও ৷ কিন্তু শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মিলল ৩০০০ স্কুল খোলার ছাড়পত্র ৷ সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার খাতা দেখার জন্য এই ৩০০০ স্কুলকে মূল্যায়ন কেন্দ্র অর্থাৎ ইভালুয়েশন সেন্টার হিসেবে নির্দিষ্ট করা হয়েছে ৷ শুধুমাত্র পরীক্ষার খাতা দেখার জন্যই স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ৷ এদিন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রমেশ পোখরিয়াল বলেন, ৩০০০ স্কুল খাতা দেখার জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ ১.৫ কোটিরও বেশি পরীক্ষার উত্তরপত্র ইতিমধ্যেই দেখার জন্য পৌঁছে গিয়েছে শিক্ষকদের কাছে ৷ আগামী ৫০ দিনের মধ্যে খাতা দেখা ও মার্কশিটের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছেন রমেশ পোখরিয়াল ৷ তবে কেন্দ্রের তরফে আরও একটি বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এসময় স্কুলে কোনওরকম ক্লাস নেওয়া যাবে না ৷ এছাড়া ৩০০০ টি স্কুলের পাশাপাশি সিবিএসই-এর ১৬টি আঞ্চলিক দফতরও খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ৷ তবে সম্পূর্ণ কোভিড ১৯ গাইডলাইন মেনে করতে হবে কাজ ৷ করোনা পরিস্থিতিতে মাঝপথেই স্থগিত করে দেওয়া হয় সিবিএসই বোর্ড পরীক্ষা ৷ ফলে সমস্যায় পড়েন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে মূল ২৯টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ অন্যদিকে, পরীক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতেই বদল করার সিদ্ধান্ত নিয়েছে আইসিএসই বোর্ড। মূলত পরীক্ষার্থীদের উত্তরপত্র এতদিন ধরে শিক্ষকরা স্পট ইভালুয়েশন বা একসঙ্গে একাধিক শিক্ষক একটি নির্দিষ্ট জায়গায় বসেই উত্তরপত্র মূল্যায়ন করতেন। সাম্প্রতিককালে দেশজুড়ে করোনা আতঙ্কে সেই সিদ্ধান্ত বদল করেছে আইসিএসই বোর্ড। সম্প্রতি বোর্ডের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে আইসিএসই আইএসপির যাবতীয় উত্তরপত্র শিক্ষকরা বাড়িতে বসেই মূল্যায়ন করবেন ৷ মূল্যায়ন করা উত্তরপত্র তারপরে অনলাইনের মাধ্যমে আপলোড করে দেবেন শিক্ষকেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBSE, CBSE Board Exam, Corona, Coronavirus, COVID-19, Home Lockdown, Lock Down, Stay Home