#কলকাতা: পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁয়ে ফেলল৷ বুধবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩২ জন৷ ফলে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত ২৭৪ থেকে বেড়ে হয়েছে ৩০০৷ গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন সুস্থ হয়ে গিয়েছে রাজ্যে৷ ফলে আপাতত রাজ্যে মোট ৭৯ জন করোনা থেকে সুস্থ গিয়েছে৷ মৃত্যুর সংখ্যা ১৫৷
মুখ্যমন্ত্রী কেন্দ্রকে একহাত নিয়ে এ দিন বলেন, 'বাংলায় পরীক্ষা হচ্ছে না বলে বদনাম করা হচ্ছিল৷ র্যাপিড টেস্ট তিট ফেরত নিয়েছে৷ ত্রুটিপূর্ণ ছিল৷ ৩ রকম কিটই ফেরত নিয়েছে৷ টেস্ট না হলে রোগী মরে যাবে৷ সেই মৃত্যুর দায় কে নেবে?'
It is not true that we are doing less number of tests. A total of 7037 samples have been tested till now. There is a notice to withdraw testing kits, whose fault is it?: West Bengal Chief Secretary Rajiva Sinha pic.twitter.com/9DxKn7uYod
— ANI (@ANI) April 22, 2020
তিনি জানান, রাজ্যে সরকারি কোয়ারেন্টাইনে রয়েছে ৪ হাজার ৬৯৫ জন৷ হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩১ হাজার ২৩ জন৷ রাজ্যে স্বাস্থ্য কর্মীদের মোট ৪ লক্ষ ১৯ হাজার পিপিই দেওয়া হয়েছে৷
কেন্দ্রের প্রতিনিধি দলকে হঠাত্ রাজ্যে পাঠানোর বিষয়েও এদিন ফের ক্ষোভ প্রকাশ করেন মমতা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Mamata Banerjee