#ওয়াশিংটন: দিন দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন কীটাণুনাশক ও আলট্রা ভায়োলেট রে দিয়ে করোনা ভাইরাস মারা যেতে পারে ৷ আর ট্রাম্পের কথা শোনামাত্রই বহু মানুষ এই মারণ কাজ করে ফেলল ৷ নিউইয়র্কে বিষক্রিয়া সংক্রমণের ৩০ টি কেস এসেছে মাত্র ১৮ ঘণ্টায় ৷ যা খবর পাওয়া যাচ্ছে তাতে মানুষ বাড়ি পরিষ্কারের ব্লিচ , মেঝে পরিষ্কার জিনিস খেয়ে ফেলেছেন ৷ এরমধ্যে রয়েছে লাইজল, ডেটলের মতো কীটনাশক দ্রব্য ৷
এদিকে সারা বিশ্ব থেকে সমালোচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তিনি সাংবাদিক সম্মেলনে মজা করেই এই কীটনাশক ও আলট্রা ভায়োলেটের কথা বলেছিলেন ৷ এনওয়াই ডেইলি নিউজের অনুসারে এভাবে কীটানুনাশক খেয়ে নেওয়ার ৩০-র বেশি ঘটনা সামনে এসেছে ৷ শহরের পয়জন কন্ট্রোল সেন্টারের অন্তর্গত হেলথ ডিপার্টেমন্টে একাধিক এই ধরণের ঘটনার রিপোর্ট হচ্ছে ৷ এখনও অবধি কারোর মৃত্যুর খবর অবশ্য পাওয়া যায়নি ৷
তবে এদিকে হাসপাতালে ভর্তি করার ঘটনাও সামনে আসেনি ৷ এদিকে একের পর এক ঘটনা সামনে আসায় ট্রাম্প নিজেকে বাঁচাতে বলেছেন সাংবাদিকদের একের পর এক শক্ত প্রশ্নের মধ্যে আবহাওয়াটা একটু ঠান্ডা করতে তিনি এটা ইয়ার্কির ছলেই কথা বলেছিলেন ৷
তিনি বলেছেন হাতের ওপর যে ভাইরাস থাকে তাকে মারতে জীবাণুনাশক কাজ করে ৷ তিনি জানিয়েছেন যে জিনিস সুরক্ষিত ভাবে হাতে ব্যবহার করা যাবে তার ব্যবহারই করা উচিত ৷
এদিকে ট্রাম্পের এই প্রস্তাবের পরেই ডেটল ও লাইজলের প্রস্তুতকারী সংস্থা নিজেদের বয়ান জারি করে বলেছে এমন কোনও রিসার্চ সামনে আসেনি যেখানে প্রমাণিত হয়েছে জীবাণুনাশক শরীর প্রবেশ করলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Donald Trump