Home /News /coronavirus-latest-news /
Coronavirus: আইসোলেশন ওয়ার্ডেই মৃত্যু ২ বছরের শিশুর, সঙ্গে আরও ২জন, এখনও আসেনি রিপোর্ট

Coronavirus: আইসোলেশন ওয়ার্ডেই মৃত্যু ২ বছরের শিশুর, সঙ্গে আরও ২জন, এখনও আসেনি রিপোর্ট

এদিনই তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ ৷

 • Share this:

  #চেন্নাই: বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও ৷ তামিলনাড়ুতে শনিবার করোনা টেস্টের রিপোর্ট আসার আগেই আইসোলেশনে ওয়ার্ডে মৃত্যুর কোলে ঢলে পড়ল দুবছরের শিশু সহ তিনজন ৷ তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব আইএএস বীলা রাজেশ জানিয়েছেন, এই তিনজনের অন্য অনেক মেডিকেল সমস্যা থাকলেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ থাকায় নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিল ৷ রিপোর্ট আসা এখনও বাকি ৷

  দেশ জুড়ে চলা লকডাউনের তিন দিনের মাথায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭৩। শনিবার সকালেই মহারাষ্ট্রে ৬ আক্রান্তের সন্ধান মিলেছে। এদিনই তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ ৷ শুক্রবারই মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছিল ২৮ জন। ৩৯ জন আ্রক্রান্তের সন্ধান মেলে কেরালায়। শুক্রবার রাতে এ রাজ্যেও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এ পর্যন্ত করোনার প্রকোপে দেশে মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন ৬৬ জন।

  এদিন কন্যাকুমারীর আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হওয়া তিন রোগীর মধ্যে দুবছরের এক বাচ্চাও রয়েছে ৷ অস্ট্রিওপোরোসিসের সমস্যার কারণে চিকিৎসাধীন ছিল সে ৷ এছাড়া বাকি দুই মৃতের মধ্যে ৬৬ বছরের বৃদ্ধের কিডনির সমস্যা ছিল এবং অন্যজন ২৪ বছরের এক যুবক ৷ কয়েকদিন ধরে নিউমোনিয়াতে ভুগছিলেন তিনি ৷ করোনা ভাইরাসের মতো উপসর্গ থাকায় তাদের নমুনা টেস্টে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্টের উপরই নির্বর করছে পরবর্তী পদক্ষেপ ৷

  Published by:Elina Datta
  First published:

  Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19

  পরবর্তী খবর