#মালদহঃ- আরও তিন করোনা আক্রান্তের হদিশ মিলল মালদহে। এনিয়ে গত চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে মালদহে সাত করোনা আক্রান্ত ধরা পড়ল। এদের প্রত্যেকেই রাজস্থানের আজমেঢ় থেকে বিশেষ ট্রেনে ডানকুনি হয়ে রাজ্যে ফেরেন। সকলেই হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বাসিন্দা।
পরিযায়ীরা ফিরতেই মালদহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শুক্রবার রাতে চার করোনা আক্রান্তের হদিশ মেলে। শনিবার দুপুরে আরও তিনজনের লালারস পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে মালদহে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ১০। এরমধ্যে একজন শিলিগুড়ি থেকে সুস্থ হয়ে মালদহে ফিরেছেন।
এদিকে পরিযায়ীদের নিয়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে মালদহে। বিশেষ করে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এর পরিবর্তে সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই শনিবার হরিশ্চন্দ্রপুরের একাধিক গ্রামে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে ফেলেন এলাকার মানুষ। লোকজনকে বাড়ির বাইরে না বেড়ানোর জন্য গ্রামবাসীরা নিজেরাই স্বতঃফূর্ত ভাবে মাইকে প্রচার শুরু করেন। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের একাংশের দাবি, ভিন রাজ্য থেকে যাঁরাই এলাকায় ফিরে হোম কোয়ারেন্টাইনে থাকছেন তাদের পুলিশ নজরদারিতে রাখতে হবে। নয়তো পরিযায়ী ও পরিবারের সদস্যরা যেভাবে বাড়ির বাইরে বের হচ্ছেন তাতে বিপদ আরও বাড়তে পারে।
Sebak Deb Sharma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Maldah corona case