corona virus btn
corona virus btn
Loading

দু’দুবার করোনা টেস্ট নেগেটিভ! করোনার উপসর্গ নিয়েই মৃত ২৬ বছরের চিকিৎসক

দু’দুবার করোনা টেস্ট নেগেটিভ! করোনার উপসর্গ নিয়েই মৃত ২৬ বছরের চিকিৎসক
Representative Image

নয়াদিল্লির মৌলানা আজাদ ইনস্টিটিউট ফর ডেন্টাল সায়েন্সেস-এর ডিপার্টমেন্ট অব ওরাল সার্জারিতে কর্মরত ছিলেন ডাঃ ভানিয়া৷

  • Share this:

#নয়াদিল্লি: করোনার সবরকম উপসর্গ ছিল৷ কিন্তু বারবার টেস্ট করেও রিপোর্টে আসছিল করোনা নেগেটিভ৷ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন দিল্লির চিকিৎসক ২৬ বছরের অভিষেক ভানিয়া৷ মৃত্যুর আগে তিনি বুকে ব্যথা-চাপ ও নিঃশ্বাসের কষ্টের কথা জানিয়েছিলেন তাঁর বড় ভাইকে৷ 'করোনার সব উপসর্গ আমার রয়েছে, শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে, আমি ১০০ শতাংশ করোনা পজিটিভ হব', বলেছিলেন অভিষেক৷

মৌলানা আজাদ ইনস্টিটিউট ফর ডেন্টাল সায়েন্সেস-এর ডিপার্টমেন্ট অব ওরাল সার্জারিতে কর্মরত ছিলেন ডাঃ ভানিয়া৷ AIIMS MDS-এর পরীক্ষায় ২১ নম্বর স্থান পেয়েছিলেন তিনি৷ গত সপ্তাহেই হরিয়ানার রোহতকে তিনি গিয়েছিলেন কাউন্সিলিং-এর জন্য৷

বৃহস্পতিবার মৃত্যু হয় চিকিৎসক ভানিয়ার৷ শুক্রবার ছেলের শেষকৃত্য করে পরিবার৷ 'অভিষেক খুবই পরিশ্রমী ছিলেন৷ করোনার উপসর্গ ছিল কিন্তু রিপোর্ট অন্য কথা বলছে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওর'৷ জানিয়েছেন এক সিনিয়ার চিকিৎসক৷

পরিবার সূত্রে জানানো হয়েছে যে বৃহস্পতিবার সকাল থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি৷ তবে কেউ ভাবতে পারেননি যে এভাবে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের সবাইকে ছেড়ে তিনি চলে যাবেন৷ তাঁর বাবা-মা এখনও মেনে নিতে পারছেন না ছেলের মৃত্যু৷

পরিবারের তরফে অভিযোগ করা হয় যে, করোনার উপসর্গ প্রায় ১০দিন আগে থেকে অভিষেকের শরীরে দেখা দিয়েছিল৷ গলা ব্যাথা-কাশি সঙ্গে ছিল জ্বর৷ সকলে ভেবেছিলেন তাঁর ভাইরাল ফিভারই হয়েছে৷ চিকিৎসক বলেছিলেন চেস্ট ইনফেকশন৷

বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে ভর্তি করানো হয়৷ সেখানেই ডাঃ অভিষেক ভানিয়ার মৃত্যু হয়৷

Published by: Pooja Basu
First published: July 5, 2020, 9:44 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर