#নয়াদিল্লিঃ দেশে করোনায় মৃত বেড়ে ৮২৬৷ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ আক্রান্তের৷ স্বাস্থ্যমন্ত্রকের শেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৬ এপ্রিল রবিবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৯১৭। অর্থাৎ ২৪ ঘণ্টায় ১৯৭৫ জন আক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বাধিক। মৃত্যু হয়েছে ৮২৬ জনের। এক দিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এক দিনে ৭০৫ জন সুস্থও হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫৯১৪। অর্থাৎ বর্তমানে ভারতে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২০১৭৭।
বুলেটিন অনুযায়ী আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৬২৮। তারপরেই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা ৩০৭১। দিল্লিতে ২৬২৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যাতেও সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। মধ্যপ্রদেশে ৯৯ জনকরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
এদিকে এর আগে শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রক যা হিসেব দিয়েছিল তাতে COVID-19 -এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছিল ৭৭৯ ৷ সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৪,৯৪২৷ শুক্রবার থেকে শনিবারের মধ্যে মোট নতুন করে আক্রান্তের সংখ্যা ১৯৫৫, যা একদিনে সর্বাধিক ৷ নতুন করে মৃত্যুর খবর এসেছে ৪৭ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona positive, COVID-19, India