হোম /খবর /কলকাতা /
রাজ্যে এক দিনে আক্রান্ত ২২৭৮, করোনা ঝড় কলকাতা-উত্তর চব্বিশ পরগণায়

রাজ্যে এক দিনে আক্রান্ত ২২৭৮, করোনা ঝড় কলকাতা-উত্তর চব্বিশ পরগণায়

COVID-19 spread in India and its dependence on temperature and relative humidity নামক গবেষণা পত্রে বলা হয়েছে, ' মানব সভ্যতার ইতিহাসে স্বাস্থ্য ক্ষেত্রে কোভিড-১৯ প্যানডেমিকের মতো সংকট এর আগে কখনও দেখা দেয়নি। গোটা বিশ্বে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে একদিকে মানুষ যেমন আতঙ্কিত হয়ে পড়ছেন, তেমনই অন্যদিকে ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতির উপর। ২১ শতকে যে সব রেসপিরেটরি ভাইরাল প্যানডেমিক দেখা দিয়েছিল (SARS-CoV-2 ইনফ্লুয়েঞ্জা AH1N1 ) সেগুলির সংক্রমণের হার এবং ভয়াবহতার ক্ষেত্রেও আবহাওয়ার তারতম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।'' Representative image

COVID-19 spread in India and its dependence on temperature and relative humidity নামক গবেষণা পত্রে বলা হয়েছে, ' মানব সভ্যতার ইতিহাসে স্বাস্থ্য ক্ষেত্রে কোভিড-১৯ প্যানডেমিকের মতো সংকট এর আগে কখনও দেখা দেয়নি। গোটা বিশ্বে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে একদিকে মানুষ যেমন আতঙ্কিত হয়ে পড়ছেন, তেমনই অন্যদিকে ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতির উপর। ২১ শতকে যে সব রেসপিরেটরি ভাইরাল প্যানডেমিক দেখা দিয়েছিল (SARS-CoV-2 ইনফ্লুয়েঞ্জা AH1N1 ) সেগুলির সংক্রমণের হার এবং ভয়াবহতার ক্ষেত্রেও আবহাওয়ার তারতম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।'' Representative image

অন্যান্য দিনের মতোই আক্রান্তের চূড়ায় রয়েছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগণা জেলা।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আরও একবার মাত্রা ছাড়াল করোনা সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত হলেন ২২৭৮ জন রাজ্যবাসী। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ হাজার ৪৮৭ জন। এর মধ্যে সক্রিয় ভাবে আক্রান্ত ১৬ হাজার ৪৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।

অন্যান্য দিনের মতোই আক্রান্তের চূড়ায় রয়েছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগণা জেলা। কলকাতাতে শেষ ২৪ ঘণ্টাতেই ৬৬২ জন আক্রান্ত হয়েছেন। উত্তর চব্বিশ পরগণায় এদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৪২। এখনও পর্যন্ত করোনার জেরে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১২ জনের।

রাজ্য স্বাস্থ্যদফতরের বুলেটিনে প্রকাশ ১৯ জুলাই মোট ১৩ হাজার ৪৭১ জনের করোনা পরীক্ষা হয়েছে। এ যাবৎ মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার ৮১৩ জন।

এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, আজ মোট ১ হাজার ৩৪৪ জন করোনা রোগীর ছুটি হয়েছে। এখনও পর্যন্ত মোট সুস্থ হওয়া কোভিড আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮৮৩ জন।

রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে অ্যাডভাইসরি জারি করে জেলাশাসকদের জানানো হয়েছে এলাকার পরিস্থিতি বিবেচনা করে পাঁচ-সাত দিনের লকডাউন করার সিদ্ধান্ত নিতে পারেন জেলাশাসকরা।

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus, COVID-19