হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বাড়ছে আক্রান্তের সংখ্যা, বীরভূমে নতুন করে ১৯ টি কন্টেইনমেন্ট জোন ঘোষণা

বাড়ছে আক্রান্তের সংখ্যা, বীরভূমে নতুন করে ১৯ টি কন্টেইনমেন্ট জোন ঘোষণা

বীরভূমে বাড়ল কন্টেনমেন্ট জোন।

বীরভূমে বাড়ল কন্টেনমেন্ট জোন।

ভিড় রুখতে এই এলাকাগুলিতে চলছে পুলিশি নজরদারি। জায়গাগুলি সিল করে দেওয়া হয়েছে বীরভূম জেলা প্রশাসনের তরফে।

  • Share this:

#সিউড়ি: বীরভূমে নতুন করে ১৯ টি এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করলো বীরভূম জেলা প্রশাসন। রয়েছে বোলপুর,  রামপুরহাট মহকুমার বিভিন্ন জায়গা। সিউড়ি মহকুমার সিউড়ি থানা এলাকার কড়িধ্যার বিবেকানন্দপল্লী ও দুবরাজপুরথানা এলাকার নায়েকপাড়াও কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।

অন্য দিকে সিউড়ির বিবেকানন্দপল্লীতে এক মহিলার করোনা সংক্রমণ ধরা পড়ার পর এলাকার ৩৭ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। দুবরাজপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ২৮ বছরের এক যুবকও করোনা আক্রান্ত । আজ সকালে রিপোর্ট জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরজুড়ে। করোনা আক্রান্তকে বোলপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও বাড়ির অন্যান্য সদস্যদের বক্রেশ্বর কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে

দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ওই এলাকা স্যানিটাইজ করার কাজ চলছে। করোনা আক্রান্ত ব্যক্তি কলকাতায় কস্টিউম ডিজাইনের কাজ করেন গত ৯ তারিখ সে কলকাতা থেকে দুবরাজপুর আসে নিজের বাড়িতে ১১ ই জুলাই তার লালারস নেওয়া হয়। ওই পরিবারের সদস্যরা এলাকায় কার কার সঙ্গে মিশেছে তাও খুঁজে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus, COVID-19