#বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলায় বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে ১৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬ জন। যদিও এর মধ্যে করোনাকে জয় করে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন। নতুন করে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দফতর। তবে এখনই এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী নতুন করে ১৮ জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের বাড়ি তপনে ৬, ৫ জন রামপুর এলাকার ও ১জন গুড়াইল, গঙ্গারামপুরে ৬ জন এবং ৪ জন হরিরামপুর এলাকায় ৷ এদের মধ্যে ৩ জন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন ৷ পাশাপাশি বংশীহারীতে ১ জন এবং বালুরঘাট ব্লকে ১ জনের শরীরে মিলেছে করোনার হদিস৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, South Dinajpur