#রিয়াধ: করোনায় আক্রান্ত সৌদি রাজপরিবারের অন্তত ১৫০ জন ! এমন খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সে দেশে ৷ চলতি সপ্তাহেই তাদের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটেছে। রাজপরিবারের চিকিৎসকদের সূত্রে এই খবর পেয়ে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ৷
আক্রান্তদের মধ্যে রয়েছেন ৭০ বছর বয়সী রিয়াধের গভর্নর ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ আইসোলেশন রাখা হয়েছে সৌদির রাজা সলমন বিন আবদুলাজিজ এবং যুবরাজ মহম্মদ বিন সলমন আল সউদকেও ৷ King Faisal Specialist Hospital-এ চিকিৎসা চলছে আক্রান্তদের বলে খবর ৷ সেখানে ৫০০ শয্যা আরও প্রস্তুত রাখা হয়েছে ৷
সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন সম্প্রতি ইউরোপ ভ্রমণ করেছেন তাঁরাও COVID-19 আক্রান্তদের তালিকায় রয়েছেন। সৌদি বাদশাহ সলমন রাজপরিবার ছেড়ে আপাতত সৌদির বন্দর শহর জেড্ডায় একটি ভবনে নিরাপদ দূরত্বে রয়েছেন। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও এখন রাজপ্রাসাদ ছেড়ে এখানে রয়েছেন বলে জানা যাচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।