#কলকাতা: গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৩৯০ জন৷ মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২,৮৩৮৷ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯৮০৷
তবে গত চব্বিশ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই ৫২৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷ যা নিঃসন্দেহে রাজ্য প্রশাসনের চিন্তা বাড়াবে৷ কলকাতার বহু এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করার পরও করোনা সংক্রমণে লাগাম পরানো সম্ভব হচ্ছে না৷ নতুন করে কলকাতায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের৷
কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগণার অবস্থাও উদ্বেগজনক৷ কলকাতা লাগোয়া এই জেলাতেও গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ২৯৩ জন সংক্রমিতের খোঁজ মিলেছে৷ এই জেলায় গত চব্বিশ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷
কলকাতা এবং উত্তর চব্বিশ পরগণার পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগণাতেও গত চব্বিশ ঘণ্টায় শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ হাওড়াতেও গত চব্বিশ ঘণ্টায় আরও পাঁচজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷
কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণা, এই তিন জেলাতেই এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩০ জনের৷
তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যের ৭১৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন৷ রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৬০.৬৯ শতাংশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid ১৯, Kolkata, West bengal