#কলকাতা: বৃহস্পতিবারই রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রথমবারের জন্য ১০০০ ছাড়িয়েছিল৷ গত চব্বিশ ঘণ্টায় সেই রেকর্ডও ভেঙে গেল৷ বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ১১৯৮ জন৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ২৬ জনের৷
এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেল৷ রাজ্য মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১০৯৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮০৷ এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৮৮৮১৷ সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৩.৯৯ শতাংশ৷
গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন৷ মৃত্যু হয়েছে ১৩ জনের৷ এছাড়াও উত্তর চব্বিশ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা ৩২৮৷ ওই জেলায় মৃত্যু হয়েছে ৬ জনের৷ হাওড়াতেও মারা গিয়েছেন ৪ জন৷
রাজ্যের এক শ্রেণির মানুষ করোনা সতর্কতা ঠিকমতো না মানায় বাড়ছিল সংক্রমণ৷ তাই বাধ্য হয়েই রাজ্যের কন্টেইনমেন্ট এলাকাগুলিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কড়া লকডাউন শুরু হয়েছে৷ আপাতত সাতদিন এই লকডাউন চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, West bengal