#নয়াদিল্লি: করোনার নয়া স্ট্রেন নিয়ে ব্রিটেন নাজেহাল। দেশ-বিদেশেও মিলেছে নতুন করোনার সন্ধান। সোমবার অর্থাৎ ১১ জানুয়ারি পর্যন্ত ভারতে মিউট্যান্ট ভাইরাসের আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৯৬। সংখ্যাটা এখন দাঁড়াল ১১৪-তে৷ শুক্রবার জানাল স্বাস্থ্য মন্ত্রক৷ চার দিন আগেও সংখ্যাটা ছিল ১০০-র নীচে, সংখ্যাটা বেড়েই চলেছে৷
কেন্দ্র থেকে বলা হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখার পাশাপাশি প্রতিটি রাজ্যকে প্রতিদিন পরামর্শ দেওয়া হচ্ছে নতুন রূপের ভাইরাসের সঙ্গে কীভাবে লড়াই করতে হবে সে বিষয়৷ স্বাস্থ্য মন্ত্রক আগেই জানিয়েছিল যে, প্রতিটি রাজ্যের নির্ধারিত স্বাস্থ্য কেন্দ্রের একটি ঘরেই ব্রিটেন স্টেনের করোনা আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে৷
পাশাপাশি ব্রিটেন ফেরত ভারতীয় যাত্রীদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে৷ তাদের ওপর নজরদারিও চলছে৷ এছাড়াও আক্রান্তদের সহযাত্রীর পরিবার ও অনান্যদের সঙ্গে যোগাযোগে থাকছে কেন্দ্র৷ জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ-এর ক্রমবিন্যাস হচ্ছে বলেও জানানো হয়েছে৷ INSACOG (Indian SARS-CoV-2 Genomics Consortium)-এর জন্য নজরদারি, সংরক্ষণ, পরীক্ষা ও নমুনা প্রেরণের পরামর্শ দেওয়া হচ্ছে।
📍#COVID19 India Tracker (As on 15 January, 2021, 08:00 AM) ➡️Confirmed cases: 1,05,27,683 ➡️Recovered: 1,01,62,738 (96.53%)👍 ➡️Active cases: 2,13,027 (2.02%) ➡️Deaths: 1,51,918 (1.44%)#IndiaFightsCorona#Unite2FightCorona#StaySafe Via @MoHFW_INDIA pic.twitter.com/6RWCCpxwgF — #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) January 15, 2021
ডোনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন এবং সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশ করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১ কোটি, ৫ লক্ষ, ২৭ হাজার ৬৮৩ এবং মোট মৃত্যু ১ লক্ষ, ৫১ হাজার, ৯১৮। আপাতত মোট সুস্থ হয়েছে ১ কোটি, ১ লক্ষ, ৬২ হাজার ৭৩৮ জন। তবে দেশে এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আক্রান্তের ৯৬ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus