corona virus btn
corona virus btn
Loading

মালদহে নতুন করে করোনা আক্রান্ত ১১ ! জেলায় কোভিড পজিটিভ সংখ্যা বেড়ে ২৬১

মালদহে নতুন করে করোনা আক্রান্ত ১১ ! জেলায় কোভিড পজিটিভ সংখ্যা বেড়ে ২৬১

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭০৪ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসে।

  • Share this:

#মালদহঃ- গত ২৪ ঘন্টায় মালদহে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ১১ জন। এর ফলে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬১ জন । নতুন করে করোনা ছড়িয়েছে মালদহ শহরেও। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহে যাঁরা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে হবিবপুরের ৫ জন, চাঁচল-১ ব্লকের ২ জন, চাঁচল-২ ব্লকের ৩ জন এবং ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকায় একজনের দেহে সংক্রমণের হদিশ মিলেছে।

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭০৪ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসে। মালদহের ১১ জনের পাশাপাশি একজন করে উত্তর দিনাজপুর ও একজন দক্ষিন দিনাজপুরের করোনা আক্রান্ত রয়েছেন। শনিবার পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষার সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এখনও জেলার কয়েকশো লালারসের নমুনা পরীক্ষার কাজ বাকি। ফলে করোনা আক্রান্তের সংখ্যা আরও  বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিন নতুন করে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের অধিকাংশকেই চিকিৎসার জন্য মালদহের নারায়ণপুরের কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেবক দেব শর্মা

Published by: Siddhartha Sarkar
First published: June 13, 2020, 9:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर