#বাঁকুড়াঃ লকডাউনে বিপর্যস্ত বাঁকুড়া জেলার মানুষকে কাজ দিতে ইতিমধ্যেই জেলার প্রতিটি পঞ্চায়েত এলাকায় একশো দিনের প্রকল্পে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন । সেই নির্দেশ মেনে এবার একশো দিনের প্রকল্পে কাজ শুরু করল গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসন ।
বুধবার থেকে গঙ্গাজলঘাটি ব্লক এলাকার মধ্যে থাকা দেউলির জঙ্গলের সীমানায় এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চ কাটা শুরু হয়েছে । এমনিতেই গঙ্গাজলঘাটি ব্লকের দেউলির জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে বুনো হাতির উৎপাত । প্রায়শই এই জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে লোকালয়ে হামলা চালায় । ক্ষতি হয় এলাকার বাড়ি-ঘরের, ক্ষতিগ্রস্থ হয় জমির ফসল । জঙ্গলের ধারে এবার এলিফেন্ট প্রুফ ট্রেঞ্চ কাটার ফলে একদিকে যেমন সেই হাতিকে জঙ্গলেই আটকে রাখা সম্ভব হবে তেমনই এলাকার মানুষও কাজ পাবেন ।
সম্প্রতি দেউলির জঙ্গলে শুরু হওয়া এলিফেন্ট প্রুফ ট্রেঞ্চ কাটার কাজে প্রতিদিন কাজ পাচ্ছেন এলাকার প্রায় এক হাজার মানুষ। লক ডাউনের বাজারে কাজ মেলায় স্বাভাবিক ভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা । একশো দিনের প্রকল্পে কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের থমকে থাকা আর্থিক অবস্থা ফের সচল হবে বলে মনে করছে গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 100 day work, Bankura, Lockdown