কোচবিহার: গুঞ্জবাড়ি এলাকায় আছে ডাঙর আই মন্দির। রাজ আমলের এই মন্দিরকে কোচবিহারের মানুষ মদনমোহন দেবের মাসির বাড়ি নামে চেনে। প্রতি বছর রথের সময় এই মন্দিরকে ঘিরে ব্যাপক জাঁকজমক হয়। মদনমোহন মন্দির থেকে রথে চেপে মদনমোহন দেব ও অন্যান্য বিগ্রহ রথের দিন বেরিয়ে আসেন। গন্তব্য থাকে এই ডাঙর আই মন্দির। কিন্তু সংস্কারের অভাবে রাজ আমলের এই মন্দিরের বেশ কিছু জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে। কোচবিহারের মানুষের প্রাণের দেবতা মদনমোহন দেবের সঙ্গে সম্পর্কিত এই মন্দিরে এমন দুর্দশায় খুশি নয় জেলার মানুষ। তাঁরা মাসখানেক পর আয়োজিত হতে চলা রথযাত্রা উৎসবের আগেই এই মন্দির সংস্কারের দাবি তুলেছেন।
আরও পড়ুন: গঙ্গার পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে রাজপুর-সোনারপুরের ঘরে ঘরে
স্থানীয় এক বাসিন্দা বাপ্পা রাহা বলেন, অনেকদিন ধরে ডাঙর আই মন্দিরের দেওয়াল ভেঙে পড়ে আছে। প্রশাসনকে এই মন্দির সংস্কারের কথা জানালেও তারা গা করেনি। রথের আগে এই সংস্কার কাজ হলে খুব ভালো হয়।
কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক বিশ্বদীপ মুখার্জি এই প্রসঙ্গে জানান, রথের মেলার আগে ডাঙর আই মন্দির সংস্কার করা জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে। কোচবিহারের জেলাশাসক তথা কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি এই অর্থ বরাদ্দ করেছেন। টেন্ডার করার মধ্যদিয়ে এই কাজ শুরু করা হবে খুব দ্রুত। রথের মেলা বসার আগেই এই মন্দিরের সংস্কারকার সম্পন্ন হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সার্থক পণ্ডিত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।