পারমেখলিগঞ্জ: কোনও কোনও মানুষ বাস্তব জীবনে মৃত থাকলেও, ভোটার তালিকায় অমরত্ব প্রাপ্ত হন! আবার কেউ বাস্তব জীবনে জীবিত থেকেও ভোটার তালিকায় আশ্চর্যরকম ভাবে মৃত হয়ে যান! এবার এই ধরনের সমস্যার সম্মুখীন হলেন পারমেখলিগঞ্জ এলাকার বেশ কিছু বাসিন্দা।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এক বাসিন্দ মনোরঞ্জন রায় জানান, কোনও এক অজানা কারণে আচমকাই নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তবে তিনি ওই এলাকার ভোটার। ভোটার তালিকায় নাম নথিভুক্ত হওয়ার পর থেকে বেশ কয়েকবার ভোট দিয়েছেন ওই এলাকায়। কিন্তু বেশ কিছুদিন আগে প্রকাশিত হওয়া সংশোধন করা ভোটার তালিকায় তাঁর নাম বাদ পড়েছে।
ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের স্ত্রী জোসনা অধিকারী বলেন, তাঁর স্বামী দীর্ঘ সময় ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তবে ভোটের সময় তিনি ভোট দিতে উপস্থিত হন এখানে। এবারের সংশোধনের ভোটার তালিকায় আচমকাই তাঁর স্বামীর নাম বাদ গিয়েছে।
এলাকার প্রবীণ এক বাসিন্দা হরিকিশোর কর্মকার জানান, বাস্তবে তিনি জীবিত থাকলেও, সংশোধনী ভোটার তালিকায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কীভাবে এত বড় একটি ভুল সংশোধনী ভোটার তালিকায় হল, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাননি। এই কারণেই সমস্ত রকমের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। সংশোধনী ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষেরা বারংবার স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হলেও সদুত্তর মেলেনি।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North bengal news