হোম /খবর /কোচবিহার /
নামেই টাইম কল, জল আসার বালাই নেই! বাধ্য হয়ে ব্যবহার হচ্ছে নদীর জল

Coochbehar News: টাইম কলে কখন জল পড়বে কেউ জানে না! বাধ্য হয়ে নদীর জল ব্যবহার করছেন গ্রামবাসীরা

X
জলসঙ্কট [object Object]

দীর্ঘ সময় ধরে জল আসে না এমনটাও হয়েছে। তাই বাধ্য হয়েই আবার টিউবয়েল ও নদীর জলেই ভরসা করতে হচ্ছে।

  • Share this:

কোচবিহার: কোচবিহারের নানান প্রান্তে জলের সমস্যা আছে। কিন্তু উত্তর খাপাইডাঙা এলাকায় সেই সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। দীর্ঘ সময় ধরে রাস্তার ট্যাপ কল থেকে জল পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও কোন‌ও লাভ হয়নি। বর্তমানে তাই টিউবওয়েল বা নদীর অস্বাস্থ্যকর জলের উপর ভরসা করেই দিন যাপন করতে হচ্ছে।

উত্তর খাপাইডাঙার স্থানীয় বাসিন্দা স্থানীয় পিকলু সাহা চন্দ এই জল কষ্ট নিয়ে বলেন, এলাকার মানুষ পাইপ লাইনের মাধ্যমে আসা জল ব্যবহার করত। কিন্তু ক্রমশই সেখানে সরবরাহ করা জলের পরিমাণ কমতে থাকে। দীর্ঘ সময় ধরে জল আসে না এমনটাও হয়েছে। তাই বাধ্য হয়েই আবার টিউবয়েল ও নদীর জলেই ভরসা করতে হচ্ছে।

আরও পড়ুন: ২৫ বছর ধরে সারানো হয়নি রাস্তা! পথ চলতে গিয়ে হামাগুরি দেওয়ার অবস্থা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের এই জলের সমস্যা মেটাতে প্রশাসনের পক্ষ থেকে কোনরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন‌ও মন্তব্য করতে চাননি। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট বয়কটের চিন্তাভাবনা শুরু হয়েছে এলাকায়।

সার্থক পণ্ডিত

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Coochbehar News, Panchayat Election 2023, Water Problem