কোচবিহার: গত ৩-৪ দিন ধরে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। মরশুমি এই বৃষ্টিপাতের জেরে ক্ষতির মুখে চাষীদের একাংশ। বৃষ্টিতে নষ্ট হয়েছে বহু ফসল। কাজেই ঘুরেফিরে আসছে একটাই প্রশ্ন, তবে কি এবার বাজারে সবজির দাম হুহু করে বাড়বে?
সবজি বিক্রেতাদের কথায়, " সবজির জোগান কমলে দাম বাড়তে চলেছে বিভিন্ন সবজির।" স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! ফের সবজি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠবে! ইতিমধ্যেই বাজারে কাঁচামাল এবং সবজির জোগান কিছুটা হলেও কমে এসেছে।
অধিকাংশ চাষীদের চাষ করা ফসল চাষের জমিতেই নষ্ট হচ্ছে। লঙ্কা থেকে শুরু করে পটল, ঝিঙে, বাঁধাকপি এবং ফুলকপির দাম বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন কোচবিহার জেলার তামাক চাষীরা। আলু চাষীদের ক্ষেত থেকে আলু তোলা এখনও শেষ হয়নি। তারমধ্যেই এই বৃষ্টি! কাজেই সবজির পাশাপাশি আলুর দাম-ও বাড়তে চলেছে।
বৃষ্টির কারণে চাষীরা সঠিক সময়ে মাঠ থেকে সবজি তুতে পারছেন না। মাঠেই পচছে ফসল। তার ফলেই সবজির জোগান কমে আসছে সবজি বাজারে।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coochbehar