হোম /খবর /কোচবিহার /
বন্ধ বাড়ির ভিতর থেকে আসছে ভয়ঙ্কর আওয়াজ, তবে কী... আসল ঘটনায় ভয়ে কাঁটা গ্রাম

Cooch Behar News: বাপরে! বন্ধ বাড়ির ভিতর থেকে আসছে ভয়ঙ্কর সব আওয়াজ, তাহলে কী... আসল ঘটনা জেনে ভয়ে কাঁটা এলাকাবাসী

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দীর্ঘ সময় বন্ধ অবস্থায় থাকার সুযোগ নিয়ে ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল এক যুবক।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#কোচবিহার: কোচবিহারের পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের বাজারের মাঠ সংলগ্ন গোপীনাথ রোড এলাকায় মায়া চৌধুরীর বাড়ি। বাড়ির দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অনেক আগে। মায়াদেবী ও তাঁর স্বামী প্রয়াত হয়েছেন তাও অনেকটা সময় হয়ে গিয়েছে। বর্তমানে সময় এই বাড়িটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় থাকে সবটা সময়। তবে স্থানীয়রা আচমকাই এই বাড়ির ভিতর থেকে আওয়াজ পেতে শুরু করেন।এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকার কেউ নেই। তাই বাড়িটি বর্তমানে বন্ধ অবস্থাতেই থাকে। তবে হঠাৎই বন্ধ বাড়ি থেকে বিভিন্ন রকম আওয়াজ পেতে শুরু করেন প্রতিবেশীরা। প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ। এমন কথাও শুনতে পাওয়া যায় যে, এটা আবার কোন ভূতুড়ে উপদ্রব নয় তো? তবে অবশ্য বন্ধ বাড়ির ভিতর ঢুকতেই সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়।

আরও  পড়ুন- উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট

আরও পড়ুন-  ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন

না ,এটা কোন ভূতের উপদ্রব নয়।দীর্ঘ সময় বন্ধ অবস্থায় থাকার সুযোগ নিয়ে ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল এক যুবক। স্থানীয় বাসিন্দারাই তাকে প্রাথমিক ভাবে উত্তম মধ্যম দেন। এবং তারপর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন।

সার্থক পন্ডিত

Published by:Rachana Majumder
First published:

Tags: Coochbehar News