হোম /খবর /কোচবিহার /
হেরিটেজ দিবসে খুলে দেওয়া হল কোচবিহারের হেরিটেজ গেট! খুশি সাধারণ মানুষ

Heritage Gate Road: হেরিটেজ দিবসে খুলে দেওয়া হল কোচবিহারের হেরিটেজ গেট! খুশি সাধারণ মানুষ

X
হেরিটেজ [object Object]

Heritage Gate Road: দীর্ঘ সময় ধরে শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ থাকায় সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। যানবাহন চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষ, ভোগান্তির শিকার হতে হচ্ছিল সকলকেই।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    কোচবিহার: কোচবিহার হেরিটেজ শহর ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। শহরকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে কোন খামতি রাখা হচ্ছে না। মূলত সেই কারণে শহরের প্রবেশের পথে খাগড়াবাড়ি চৌপথি এলাকায় তৈরি করা হচ্ছে হেরিটেজ গেট। এই গেটের কাজের কারণে বন্ধ রাখা হয়েছিল শহরে প্রবেশের এই পথ।

    দীর্ঘ সময় ধরে শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ থাকায় সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। যানবাহন চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষ, ভোগান্তির শিকার হতে হচ্ছিল সকলকেই। তবে এ বার এই গেটের রাস্তা খুলে দেওয়া হয়েছে। বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে এই পথে আবার জন চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। রাস্তা খুলে দেওয়ার কারণে কোচবিহারের মানুষ দারুণ খুশি।

    কোচবিহার সদর পিডব্লিউডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত জানান, "দীর্ঘ সময় ধরে রাস্তাটি বন্ধ থাকার কারণে সাধারণ মানুষকে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছিল। মূলত সেই কথা মাথায় রেখেই খুলে দেওয়া হয়েছে এই রাস্তা। এছাড়াও হেরিটেজ গেটের নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। আগামী কয়েক মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন হওয়ার আশা রয়েছে। বর্তমানে তাই হেরিটেজ গেটের বাঁশের খুঁটির কিছুটা অংশ খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।"

    আরও পড়ুন: বিছানায় অসুস্থ মা! মাথার সামনে জিভ লকলক করছে! কী ওটা? সামনে যেতেই মেয়ের চিৎকার!

    আরও পড়ুন :  কাঠফাটা গরমে পরিবর্তন শীঘ্রই, জানুন তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলছে কবে

    কোচবিহারের খাগড়াবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা পার্থপ্রতিম চক্রবর্তী বলেন, "শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকার কারণে এলাকাটির জাঁকজমক অনেকটাই কমে এসেছিল। তবে রাস্তাটি পুনরায় খুলে দেওয়ার ফলে সবকিছু আবার ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসছে।"

     

    তবে শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ থাকার ফলে দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এই রাস্তাটি বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে তোর্সা বাঁধের বাইপাস রাস্তা এবং বাবুরহাট এলাকার রাস্তা ব্যবহার করতে হচ্ছিল শহরে প্রবেশের জন্য। তবে সাধারণ যানবাহনের তুলনায় বেশি সমস্যায় পড়তে হয়েছিল অ্যাম্বুল্যান্স চালকদের। তবে এবার সেই ভোগান্তির অবসান হল বলে মনে করছেন সাধারণ মানুষ।

    শহরের বুকে কাজের জন্য আসা এক প্রবীণ ব্যক্তি নিহার সামন্ত বলেন, "দীর্ঘ সময়ের এই ভোগান্তির অবসান ঘটানোর জন্য জেলা প্রশাসন তৎপরতার সাথে কাজ করেছেন। তবে একটি এত বড় নির্মাণ কাজ সম্পন্ন করতে হলে অনেকটাই সময় প্রয়োজন।"

    সার্থক পণ্ডিত

    First published:

    Tags: Cooch behar, Cooch Behar news