হোম /খবর /কোচবিহার /
দ্বিতীয় সুইমিং পুল পেতে চলেছে কোচবিহার, কোথায় তৈরি হচ্ছে জানুন

Coochbehar News: জেলায় তৈরি হচ্ছে দ্বিতীয় সুইমিং পুল, খুশি কোচবিহারের মানুষ, জানুন বিস্তারিত...

X
সুইমিং [object Object]

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সহায়তায় কোচবিহার শহরে এই নতুন সুইমিং পুল তৈরি করা হবে। রাজবাড়ি লাগোয়া স্টেডিয়ামের বাঁদিকের কোনায় তৈরি হবে এই সুইমিং পুল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

কোচবিহার: এতদিন জেলায় একমাত্র তুফানগঞ্জে ছিল একমাত্র সুইমিং পুল। তবে সেই সুইমিং পুল সকলে ব্যবহার করতে পারতেন না। তবে এবার সেই সমস্যা মিটতে চলেছে। এবার জেলার সদর শহর কোচবিহারে শুরু হতে চলেছে সুইমিং পুল।

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সহায়তায় কোচবিহার শহরে এই নতুন সুইমিং পুল তৈরি করা হবে। রাজবাড়ি লাগোয়া স্টেডিয়ামের বাঁদিকের কোনায় তৈরি হবে এই সুইমিং পুল। শহরের একদম প্রাণকেন্দ্রে সুইমিং পুল তৈরি হওয়ায় আপামার কোচবিহারবাসি খুশি।

আরও পড়ুন: ফের কালচিনিতে উদ্ধার বেআইনি কাঠ, পাচারের করিডোর হয়ে উঠেছে গোটা এলাকা

এই সুইমিং পুলে সাঁতার শেখানোর পাশাপাশি সুইমিং কম্পিটিশন আয়োজনের‌ও ব্যবস্থা রাখা হচ্ছে। এই প্রসঙ্গে কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, কোচবিহার জেলার সদর শহরে এতদিন কোন‌ও সুইমিং পুল ছিল না। তাই এখানকার সাধারণ মানুষদের কথা ভেবেই এই সুইমিংপুল তৈরির প্রস্তাব রাখা হয় সরকারের কাছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুতই সুইমিং পুল খুলে দেওয়া হবে। সেই কাজ একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। অবশেষে জেলায় দ্বিতীয় সুইমিং পুল চালু হওয়ায় খুশি আমজনতা।

সার্থক পণ্ডিত

Published by:kaustav bhowmick
First published: