কোচবিহার: কোচবিহার শহরে রয়েছে রাজ আমলের ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন নিদর্শন। সেই সময় জেলার বুকে প্রচুর দিঘি বা জলাশয়ও খনন করা হয়েছিল। এর মধ্যে অন্যতম বৃহৎ ও রহস্যময় দিঘির নাম সাগর দিঘি। এই দিঘিকে ঘিরে রয়েছে এমন বহু রহস্য যার সমাধান আজও হয়নি।
কথিত আছে, এই দিঘি খনন করার সময় সাত সাগরের জল এনে মেশানো হয়েছিল। আবার এও বলা হয়, এই দিঘির মাঝে সাতটি বড় মাপের কুয়ো রয়েছে। অনেকে আবার এও বলেন, 'এই দীঘির যোগ সারাসরি রয়েছে কোচবিহার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীর সঙ্গে। তবে একটা বিষয় অনস্বীকার্য, প্রবল গরম পড়ুক কিংবা বর্ষা, যে-কোনও মরশুমে এই দিঘির জল কমতে বা বাড়তে দেখা যায় না।
কোচবিহার জেলার রাজ আমলে তৈরি করা একাধিক দিঘির জল সম্পূর্ন ছেঁকে নিয়ে সংস্কার করা হয়। তবে এই দিঘির জল ছেঁকে সংস্কার করা সম্ভব হয়নি। কোচবিহারের ইতিহাস নিয়ে বহু লেখা লিখেছেন অরবিন্দ ভট্টাচার্য। তিনি জানা, '' এই দিঘিকে ঘিরে প্রচুর রহস্য থাকলেও পোক্ত কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। রাজ আমলে দিঘিটি খনন করা হয়েছিল। জেলার পানীয় জল ও অন্যান্য কাজে জলের প্রয়োজনে। জেলাবাসী এই দিঘির জলকে পূণ্যজল হিসেবে মানে। বিয়ে কিংবা অন্নপ্রাশনে এই দিঘির জল ব্যবহার করা হয়। ''
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar